বাংলা হান্ট ডেস্ক: ঘটনাটি পূর্ব মেদিনীপুর জেলার দহসোনামই গ্রামে ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, এই গ্রামে একটি বহু পুরোনো নিম গাছ আছে। তাকে ঘিরেই এই গ্রামে গড়ে উঠেছে নানান জল্পনা। গ্রামবাসীরা বিশ্বাস করেন ওই গাছে ব্রহ্মদৈত্যর বাস।
সুকান্ত নামে বছর ৩৮ এর গ্রামবাসী, যিনি পেশায় একজন মাছ বিক্রেতা। তিনি গ্রাম থেকে মাছ তুলে শহরে নিয়ে গিয়ে বিক্রি করতেন। যথাযথই গতকাল মাছ নিয়ে শহরে গিয়েছিলেন তিনি।
কিন্ত সবকিছু বেঁধে ফিরতে একটু বেলাই হয়ে গিয়েছিল সেদিন। সন্ধ্যে ৬টা নাগাদ গ্রামের কাছে এসে পৌঁছোন তিনি। তাই কিছুটা হলেও গা ছমছম করছিলো তার। গ্রামের শুরুতেই ওই প্রকান্ড নিম গাছ আর যেতে হলে ওই গাছ তাকে পেরোতে হতই।
গাছ পেরোতে গেলো শুকনো পাতা গাছ থেকে তার গায়ে এসে পড়ে। অকস্মাৎ ভয়ে প্রচন্ড চিৎকার করে মারা যান তিনি হার্ট অ্যাটাকে। তার চিৎকারে আশেপাশের লোক ছুটে এলে ঘটনাটি বুঝতে পারে তারা।