মূর্তি ভাঙার প্রতিবাদ জানাতে এবার কবিতা লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বাংলা হান্ট ডেস্ক:শহরের বুদ্ধিজীবীরা মূর্তি ভাঙার প্রচারে যথেষ্ট পরিমাণে সোচ্চার হয়েছিলেন। শঙ্খ ঘোষ থেকে শুরু করে শ্রীজাত প্রায় সমস্ত কবিরাই তাদের নিজেদের ফেসবুকে কবিতা পোস্ট করে ধিক্কার জানিয়েছেন এই ঘটনায়। এই সমস্ত ঘটনায় উদ্দীপ্ত হয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও একটি কবিতা লিখে তাঁর ফেসবুক ওয়ালে পোস্ট করলেন।

9b696 img 20190518 wa0022

মুখ্যমন্ত্রী র লেখা এই কবিতার নাম-”লজ্জিত”।মমতা বন্দ্যোপাধ্যায় মূর্তি ভাঙা কে বাংলা সংস্কৃতির ভরাডুবি বলেছেন। তাঁর এই কবিতায় দেখা গিয়েছে সংস্কৃতিতে আঘাত হানার ফলে বাংলার এক নাগরিকের ফেটে পড়া ক্ষোভ।

”লজ্জিত”
ভাঙতে শিখেছ
গড়তে শেখনি
ভাঙাই তোমাদের কাজ
ভাঙতে গেলে থামতে হবে
ছিঃ ছিঃ নেইকো লাজ
হাত-পা ভাঙলে জোড়া লাগে
হৃদয় ভাঙলে জোড়ে না
মায়ের জীবন শেষ হলেও
মা কখনো হারায় না।
ঐতিহ্য নিয়ে খেলছো খেলা
বাংলাকে নিয়ে খেলো না,
সংস্কৃতির জাগরণ বাংলার মুক্তি
এত অবজ্ঞা কর না।
তোমাদের আছে অর্থের জোর
আর আমাদের প্রাণ-ভরা শ্রদ্ধা
বিদ্যার সাগর, আমি লজ্জিত
ক্ষমা চাওয়ার নেই স্পর্ধা!!!

সম্পর্কিত খবর