বড় ঝটকা কংগ্রেসে! রাহুলকে অপরিণত আখ্যা দিয়ে ‘হাত’ ছাড়লেন গুলাম নবি আজাদ

Published On:

বাংলাহান্ট ডেস্ক : আবারও ধাক্কা কংগ্রেসে (Congress)। রাহুল গান্ধীকে (Rahul Gandhi) রীতিমতো আক্রমণ করে কংগ্রেস ছাড়লেন বর্ষীয়ান নেতা গুলাম নবি আজাদ (Ghulam Nabi Azad)। কংগ্রেসের সমস্ত পদ থেকেই ইস্তফা দিয়েছেন তিনি। শুক্রবার সনিয়া গান্ধীকে (Sonia Gandhi) পদত্যাগপত্রে ক্ষোভ উগরে দিয়েছেন আজাদ। ‘দেশের জন্য যা ভাল, তা করতে ব্যর্থ হয়েছে কংগ্রেস’, দলত্যাগের পর এই মন্তব্যই করেছেন গুলাম নবি।

পাঁচ পাতা দীর্ঘ পদত্যাগপত্রে গুলাম নবি লেখেন, ‘গোটা সাংগঠনিক নির্বাচনী প্রক্রিয়াই একটা প্রহসন। দেশের কোথাও সংগঠনের কোনও পর্যায়ের নির্বাচনই হয়নি।’ নাম না করে কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীকে তোপ দেগে বর্ষীয়ান নেতা লেখেন, এই সব ঘটেছে, তার কারণ গত আট বছর ধরে যিনি নেতৃত্ব দিয়েছেন, তিনি ‘অপরিণত’।
কংগ্রেসের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্কের কথাপদত্যাগপত্রে তুলে ধরেছেন গুলাম নবি। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধীর সঙ্গে ‘নিবিড় সম্পর্কের’ প্রসঙ্গও লিখেছেন তিনি।

প্রসঙ্গত, কয়েক দিন আগে জম্মু ও কাশ্মীরের প্রচার কমিটি এবং রাজনৈতিক বিষয়ক প্যানেল থেকে ইস্তফা দিয়েছিলেন গুলাম নবি আজাদ। ২০২০ সালের অগস্টে যে ২৩ জন নেতা কংগ্রেস সভানেত্রী সনিয়াগাঁধীকে চিঠি দিয়ে দলীয় নির্বাচন এবং স্থায়ী সভাপতি নিয়োগের দাবি জানিয়েছিলেন, তাঁদের মধ্যেও ছিলেন আজাদ।

সম্প্রতি কংগ্রেসের ‘বিক্ষুব্ধ’ গোষ্ঠীর নেতা বলে পরিচিত আনন্দ শর্মা হিমাচল প্রদেশের ‘পর্যবেক্ষক কমিটি’র প্রধানের পদ থেকে ইস্তফা দেন। হিমাচল প্রদেশের নির্বাচন আসন্ন। তার আগেই আনন্দের ইস্তফা ঘিরে কংগ্রেস শিবির রীতিমতো অস্বস্তিতে। তারপরই গুলাম নবি আজাদ যেভাবে কংগ্রেস ছাড়লেন, তাতে কংগ্রেসের ভিতরে তীব্র অসন্তোষের আগুন ক্রমশই প্রকাশ পাচ্ছে বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল।

সম্পর্কিত খবর

X