ফের জাতিবিদ্বেষ মার্কিন মুলুকে! টেক্সাসে চরম হেনস্থার শিকার ভারতীয় বাঙালি মহিলা দল

বাংলাহান্ট ডেস্ক : ফের একবার বিদেশের মাটিতে ভারতীয়দের হেনস্থা শিকার হওয়ার অভিযোগ উঠলো। এক আমেরিকান – মেক্সিকান মহিলার হাতে জাতিবিদ্বেষের শিকার হলেন একদল ভারতীয় মহিলা। ঘটনাটি টেক্সাসের। অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। টেক্সাসের এর মাটিতে ভারতীয় মহিলাদের শুনতে হলো “গো ব্যাক টু ইন্ডিয়া” স্লোগান!

টেক্সাসের ডালাস শহরে একটি পার্কিং লটে বুধবার রাত্রে এক বিদেশী মহিলা ভারতীয় মহিলাদের দেখার পর চিৎকার শুরু করেন, “ইউ ইন্ডিয়ানস আর এভরিওয়ার, গো ব্যাক টু ইন্ডিয়া” (তোমরা ভারতীয়রা সর্বত্র ঘুরে বেড়াচ্ছো, ভারতে ফিরে যাও)। পুলিশ ইতিমধ্যেই জাতিবিদ্বেষ মূলক ঘটনায় ওই মহিলাটিকে গ্রেফতার করেছে।

বিদিশা রুদ্র নামে এক ভারতীয় মহিলা বুধবার রাতে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন। তাতে দেখা যায় কালো পোশাক পরিহিত এক মহিলা তাদের উদ্দেশ্যে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছেন ও শারীরিকভাবে হেনস্থার চেষ্টা করছেন। তিনি ভারতীয় মহিলাদের উদ্দেশ্যে বললেন, যেখানেই যাই সেখানেই ভারতীয়দের দেখতে পাচ্ছি। ভারত যদি এতই ভালো হয় তো তোমরা ওখানে ফিরে কেন যাচ্ছো না!

আচমকা ওই ঘটনায় হকচকিয়ে যান ভারতীয় মহিলারা। এমনকি ফোনে ওই মহিলার ভিডিও শুরু করলেও তা বন্ধ করার নির্দেশ দেন ওই বিদেশী মহিলা। এক বাঙালি মহিলাকে শারীরিকভাবে হেনস্থা করেন সেটিও দেখা যায় ওই ভিডিওতে।

ডালাসের প্লানো পুলিশ অভিযোগ পাওয়ার পরই অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার অভিযুক্ত এসমেরাল্ডা উপটন নামক ওই মহিলাকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। অভিযুক্তির বিরুদ্ধে হেনস্থা, শারীরিক আঘাত ও সন্ত্রাসমূলক হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে পুলিশের পক্ষ থেকে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে বন্ড বাবদ ১০ হাজার ডলার জমা দিলে তবেই অভিযুক্ত মহিলাকে ছাড়া হবে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর