বাংলা হান্ট ডেস্কঃ পাকিস্তান (Pakistan) অধিকৃত ভারতীয় ভূখণ্ডের গিলগিট-বালটিস্তান (Gilgit-Baltistan) অঞ্চলে একজন শিয়া ধর্মগুরুকে গ্রেপ্তারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। এই বিক্ষোভ এখনও পর্যন্ত এই অঞ্চলে সবচেয়ে বড় বিক্ষোভ বলে জানা গিয়েছে। এই বিক্ষোভে ‘চলো, চলো… কারগিল চলো’ স্লোগান উঠেছে। গিলগিটের স্থানীয় নেতারা পাকিস্তান প্রশাসনকে গৃহযুদ্ধের হুঁশিয়ারি দিয়ে বলেছে যে, তারা ভারতের সাথে মিশে যেতে চায়।
শিয়া ধর্মগুরু আগা বাকির আল-হুসেইনির গ্রেপ্তারের প্রতিবাদে স্কারদুবাসী এই বিক্ষোভের আয়োজন করেছিল। আগা বাকির পাকিস্তানে ইর্শানিন্দা আইনের বিরুদ্ধে একটি কাউন্সিল সভায় বলেছিলেন যে, এই আইনের আড়ালে পাকিস্তানে শিয়াদের টার্গেট করা হচ্ছে। এরপর ২২ আগস্ট সুন্নিরা তার বক্তব্যের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে। এর পর তাকে গ্রেফতার করা হয়।
অভিযোগ উঠেছে যে, শিয়া ধর্মগুরু আগা বাকির আল-হুসেইনি নবী মহম্মদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছেন। তবে শিয়া ধর্মগুরু এই অভিযোগ অস্বীকার করেছেন। এরপর ওনার গ্রেফতারির প্রতিবাদে কারাকোরাম হাইওয়ে অবরোধ করে শিয়ারা। এই সংক্রান্ত বিভিন্ন ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। বিক্ষোভকারীদের পাকিস্তান ও তার সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের বিরুদ্ধে স্লোগান দিতে শোনা যায়।
Locals in 𝐆𝐈𝐋𝐆𝐈𝐓 𝐁𝐀𝐋𝐓𝐈𝐒𝐓𝐀𝐍 have threatened Pakistan Govt to immediately release their leaders or they will rage a civil war & merge with Indiapic.twitter.com/nTftxAj8TH
— Rishi Bagree (@rishibagree) August 29, 2023
ভিডিওতে স্থানীয় নেতাদের এও বলতে দেখা যাচ্ছে যে, রাস্তা বন্ধ থাকলে মানুষ পাঞ্জাব (পাকিস্তান) বা সিন্ধ যাবে না, কার্গিল যাবে। তিনি যা বলেছেন তার প্রতীকী অর্থ হল গিলগিট-বালটিস্তানকে ভারতে একীভূত করা। কার্গিল লাদাখ এলাকায় অবস্থিত এবং এখানে শিয়াদের একটি বিশাল জনসংখ্যা বাস করে। বিক্ষোভকারীরা এও হুঁশিয়ারি দিয়েছে যে, আল-হুসেইনিকে শীঘ্রই মুক্তি না দিলে গোটা অঞ্চলে গৃহযুদ্ধ শুরু হবে।