টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচে অল্পের জন্য শতরান হাতছাড়া গিলের, শেষ বলে ৬ মেরে গুজরাটকে জেতালেন তেওটিয়া

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আইপিএল ২০২২-এর এখনও সবচেয়ে উত্তেজক ম্যাচটা বোধহয় আজ হয়ে গেল। শুভমান গিলের শতরান হাতছাড়া, রশিদ খানের দুরন্ত বোলিং, লিভিংস্টোনের আগ্রাসী ব্যাটিং সবকিছুকে ছাপিয়ে ম্যাচের নায়ক বলে গেলেন রাহুল তেওটিয়া। শেষ বলে ৬ মেরে গুজরাটকে এনে দিলেন মরশুমের তৃতীয় জয়। আইপিএল ২০২২-এ দ্বিতীয়বার হারের মুখ দেখলো ময়ঙ্ক আগরওয়ালের পাঞ্জাব।

টসে হারার পর প্রথমে ব্যাট করতে নেমে বেশ কিছুটা সমস্যায় পড়ে গিয়েছিলো পাঞ্জাব কিংস। পাওয়ার প্লে-তে দুই উইকেট হারিয়ে ফেলে তারা। অধিনায়ক ময়ঙ্ক আগরওয়াল (৫) এবং রাজাপাকসের জায়গায় দলে আসা জনি বেয়ারস্টো (৮)। একদিকটা ধরে রেখে ৩০ বলে ৩৫ রান করে রশিদ খানের শিকার হন ধাওয়ান। সেই সময় বেশ কিছুটা বেকায়দায় দেখাচ্ছিল পাঞ্জাবকে। কিন্তু তারপর পাঞ্জাবের ইনিংসের হাল ধরেন লিভিংস্টোন এবং জিতেশ শর্মা।

   

livingstone

বেকায়দায় থাকা পাঞ্জাবের ব্যাটিং লাইন আপ ঘুরে দাঁড়ায় দুই আগ্রাসী ব্যাটারের ব্যাটে ভর করে। অতি আগ্রাসী ব্যাটিং করতে থাকেন দুজনেই। ২৭ বলে ৬৪ রান করে রশিদের শিকার হয়ে ফেরেন লিভিংস্টোন। ১১ বলে ২৩ রান করে আউট হন জিতেশ। এরপর শাহরুখ খান (১৫) ও রাহুল চাহারের (২২) ক্যামিওতে ভর করে স্কোরবোর্ডে ১৮৯ রান তোলে পাঞ্জাব কিংস। পাঞ্জাবের আগ্রাসী ব্যাটারদের সামনেও দুরন্ত ব্যাটিং করে ৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট নেন রশিদ খান।

shuvman gill 96

রান তাড়া করতে চতুর্থ ওভারেই অজি ওপেনার ম্যাথু ওয়েড-কে হারায় গুজরাট। কিন্তু ইনিংসের হাল ধরেন ফর্মে থাকা শুভমান গিল ও আজ বিজয় শঙ্করের জায়গায় দলে আসা ভরদ্বাজ সুদর্শন। দুজনের মধ্যে একটি লম্বা পার্টনারশিপ হয়, যার শেষদিকে দ্রুত রান তুলতে ব্যর্থ হচ্ছিলেন ভরদ্বাজ। শেষ পর্যন্ত ৩০ বলে ৩৫ করে রাহুল চাহারের শিকার হয়ে ফেরেন তিনি। এরপর ক্রিজে আসেন হার্দিক পান্ডিয়া। অধিনায়কের মতোই দায়িত্ব নিয়ে খেলছিলেন তিনি। কিন্তু এরই মাঝে ৮ বলে ২০ রান বাকি এমন অবস্থায় রাবাদার বলে আউট হন সেট ব্যাটার শুভমান গিল। ১১টি চার ও ১টি ছক্কা সহ ৫৯ বলে ৯৬ রানের দুরন্ত ইনিংস খেলেন তিনি। অল্পের জন্য হাতছাড়া করেন শতরান। শেষ ওভারে জয়ের জন্য বাকি ছিল ১৯ রান। হার্দিক পান্ডিয়াকে (২৭) রান আউট করলেও ম্যাচ জমিয়ে দেন ডেভিড মিলার (৬*) এবং রাহুল তেওটিয়া। শেষ বলে জয়ের জন্য দরকার ছিল ৬ রান। ওডেন স্মিথকে ছক্কা মেরে ম্যাচ জিতিয়ে দেন তেওটিয়া। তিনি অপরাজিত থাকেন ৩ বলে ১৩ রান করে। টানা তিন ম্যাচে জিতে কলকাতাকে ছুঁয়ে ফেললো গুজরাট। চলতি মরশুমে একবারও হারের মুখ দেখেনি তারা।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর