বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং (Giriraj Singh) শনিবার বলেন, দেশের বেড়ে চলা জনসংখ্যা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। উনি বলেন, ‘আমদের যদি উন্নয়নশীল দেশের পাশে দাঁড়াতে হয়, তাহলে আমাদের জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন আনতে হবে। এটা একটি কড়া আইন হবে, যেটা দেশের সকল ধর্মের মানুষকে কড়া ভাবেই পালন করতে হবে।” যদিও এটাই প্রথমবার না যে তিনি জনসংখ্যা নিয়ন্ত্রণের পক্ষে সওয়াল করলেন। এর আগেও তিনি বহুবার জনসংখ্যা নিয়ন্ত্রণ আইনের তদারকি করেছেন।
The rising population has become a challenge for us. If we want to stand with developed nations then we'll have to bring Population Control Act – a strict Act which will be applicable to everyone in this country regardless of any religion they follow: Union Minister Giriraj Singh pic.twitter.com/KtmOK5M14l
— ANI (@ANI) July 11, 2020
আজ শনিবার ১১ই জুলাই গোটা বিশ্বজুড়ে জনসংখ্যা দিবস পালিত হচ্ছে। আর আজকের এই দিনেই কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং দেশের বর্ধিত জনসংখ্যা নিয়ে চিন্তা জাহির করেন। আপনাদের জানিয়ে দিই, সবার আগে ১১ জুলাই ১৯৮৯ সালে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছিল।তখন বিশ্বের জনসংখ্যা ৫ বিলিয়ন ছিল। এই দিবসটি উদযাপনের উদ্দেশ্য হল জনসংখ্যা সম্পর্কিত সমস্যা এবং চ্যালেঞ্জ মোকাবেলায় কার্যকর নীতিমালা এবং ব্যবস্থা বাস্তবায়ন করা।