মোবাইল ফোন চার্জে রেখে কানে হেডফোন লাগানো অবস্থায় তরুনী, মোবাইল ফোন ফেটে হল মৃত্যু

বাংলাহান্ট ডেস্ক: ১৪ বছর বয়সী কিশোরী, মোবাইল ফোন চার্জে দিয়ে কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে। মোবাইল ফোন উত্তপ্ত হয়ে ফেটে গিয়ে মৃত্যু হল ওই কিশোরীর। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত হয় কাজাকাস্তানের বছর ১৪ এর ওই কিশোরী।

images 49

ঘুমানোর সময় একেবারেই চার্জ ফুরিয়ে যায় মোবাইল ফোনের। মোবাইল ফোন চার্জে দিয়ে কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে কখন ঘুমিয়ে পড়ে তার খেয়াল ছিল না। ভাঙেনি সেই ঘুম। মাঝ রাতে প্রচন্ড উত্তপ্ত হয়েছে ফোনটি। উত্তপ্ত হওয়ার পরই ফেটে যায় আর তাতেই মৃত্যু হয় ওই কিশোরীর। রীতিমতো আগুন ধরে যায় ওই ফোনটিতে কিশোরীর মাথায় গুরুতর আঘাত লাগে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

মোবাইল ফোন ছাড়া বর্তমানে চলতেই পারে না। কিন্তু এ স্মার্টফোনের সাথে সাথে কি আপনি মৃত্যু নিয়ে ঘুরছেন না? স্মার্ট ফোন আবিষ্কার হওয়ার পর থেকেই কিছুদিন পরপরই ঘটছে এরকম ঘটনা। কিছু বিধিনিষেধ মারলে সহজেই এড়ানো যায় বিপদ। এর আগেও বুকে রাখা মোবাইল ফোন ফেটে গিয়ে মৃত্যুর খবর পাওয়া গেছে। কিছু সতর্কতার সাথে মোবাইল ফোন ব্যবহার করলে সহজে এড়াতে পারবেন বিপদ।

সম্পর্কিত খবর