বাংলা হান্ট ডেস্ক: বীভৎস! মর্মান্তিক! অমানসিক! কোনও বিশেষণই যেন যথেষ্ট নয়। রক্তাক্ত, অর্ধনগ্ন অবস্থায় রাস্তায় দৌড়ে বেড়াল ১২ বছরের এক নির্যাতিতা। সাহায্য তো দূর, উল্টে দরজা বন্ধ করে দিচ্ছে লোকজন। এমনই ভিডিও ভাইরাল (Viral) হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ঘটনা বিদেশর নয়, এই দেশেরই। মধ্যপ্রদেশের (Madhya Pradesh) রাজধানী উজ্জয়িনী (Ujjain) থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে বদনগর রোডে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। রাস্তায় লাগানো সিসিটিভি ক্যামেরায় (CCTV Camera) ধরা পড়েছে গোটা দৃশ্য। অভিযোগ তাকে ধর্ষণ করা হয়েছে।
এরপর কোনওমতে সেখান থেকে এসে রাস্তার ধারের বাড়িতে সাহায্যের জন্য গিয়েছিল ওই ১২ বছরের নাবালিকা। গায়ের সামান্য পোশাকে কোনওভাবে ঢেকে রক্তাক্ত অবস্থায় বাড়ি বাড়ি গিয়ে সাহায্য (Help) প্রার্থনা করছিল সে। কিন্তু সকলেই ওই নাবালিকার (Minor) মুখের ওপর দরজা বন্ধ করে দেয় এরপর ন্যূনতম সাহায্য না পেয়ে কোনওমতে একটি আশ্রমে গিয়ে পৌঁছায় ওই নাবালিকা। সেখানকার পুরোহিত তাকে দেখেই বুঝতে পারেন ভয়ঙ্কর ঘটনা ঘটেছে নাবালিকার সঙ্গে। এরপরই তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই নাবালিকাকে। আঘাত গুরুতর হওয়ায় ইন্দোরের (Indore) একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানেই শারীরিক পরীক্ষায় নিশ্চিত করা গিয়েছে যে ওই কিশোরী ধর্ষণের শিকার।
জানা গিয়েছে, ওই নিগৃহীতা নাবালিকা ঠিক করে তার ঠিকানা বলতে পারেনি। তবে মনে করা হচ্ছে, ওই নাবালিকার বাড়ি উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। এদিকে বর্তমানে ওই নাবালিকার শারীরিক অবস্থা স্থিতিশীল। অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি এবং পকসো আইনের ধারায় মামলা রুজু করা হয়েছে।
উজ্জয়িনী পুলিশের প্রধান শচীন শর্মা জানান, ‘অপরাধীদের শনাক্ত করতে এবং দ্রুত ধরতে একটি বিশেষ দল গঠন করা হয়েছে। চিকিৎসার পরীক্ষায় ধর্ষণের বিষয়টি নিশ্চিত করা গিয়েছে। জনগণের কাছে কোনও তথ্য এলে পুলিশকে জানানোর জন্য অনুরোধ করা হচ্ছে। এর তদন্ত শুরু হয়েছে।’
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার