হাত না থাকলেও স্বপ্নভঙ্গ হয়নি এই কন্যার! আছে নিজের গাড়ি, চালায়ও নিজেই

কিছু মানুষ আছে যারা তাদের অক্ষমতাকে তাদের শক্তিতে পরিণত করে সবার কাছে অনুপ্রেরণা হয়ে দাড়িয়েছিলেন। এরকম একজন হলেন ২৮ বছর বয়সী জিলুমল মেরিয়েট থমাস যিনি থালিডোমাইড সিনড্রোমে আক্রান্ত হওয়ায় তার দুটি হাত নেই।

প্রতিদিনের কাজ করা তার কাছে খুবই সমস্যা জনক ছিলো। আর তার হাত নেই সে কিন্তু থেমে থাকেনি। নিজের চেস্টায় সে অনেক কাজ করেছে। পাশাপাশি নিজে গাড়ি চালানোও শিখেছে।  জিলুমল জানায়  “কেউ আছে যারা এভাবে নিজের চেস্টায় কাজ করতে পারে না।  আবার অনেকে আছেন যারা ভয়কে কাটিয়ে উঠতে পারে এবং বিজয়ী হয়। আমি দ্বিতীয়টি বেছে নিয়েছি” ।

https://www.facebook.com/MFPA.India/videos/2519178805036294/

এরপরে জিলুমল থোডুপুজা আঞ্চলিক পরিবহন অফিসারের কাছে জিজ্ঞাসা করেছিলেন যাতে তাকে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা দেওয়ার অনুমতি দেওয়া হয়। “আমরা আপনার মতো লোকদের লাইসেন্স দিতে পারি না।তবে আপনি যদি চান তবে প্রথমে আপনার মতো কারও মালিকানাধীন আরেকটি ভারতীয় ড্রাইভিং লাইসেন্স তৈরি করা উচিত”। জিলুমল হাল ছাড়েন নি এবং বিশেষ পরিস্থিতিতে ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত একজন ব্যক্তির সন্ধান শুরু করেছিলেন।

আর তার চেস্টা অবশেষে সফল হয়েছে। আমি ২০১৮ সালে হাই কোর্টে চলেছি, গাড়ি চালানোর অনুমতি চেয়েছি। কেন্দ্রও আমাকে এটির অনুমোদন দিয়েছে।, কাস্টম-বিল্ট মারুুতি সেলেরিও-অটোমেটিক গাড়ি কেনার পাশাপাশি তিনি এখন গাড়িও চালানো শিখেছে। আর সুন্দর আকেন। ভায়ানি প্রিন্টিংসে গ্রাফিক ডিজাইনার হিসাবে কাজ করেন।

সম্পর্কিত খবর