খোলা চুল থেকে আবির ঝরে পড়ছে, ‘বলম পিচকারি’র গানে তুমুল ভাইরাল যুবতীর ভিডিও

বাংলাহান্ট ডেস্ক: বর্তমানে মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছে মোবাইল ফোন। আর মোবাইল মানেই সোশ‍্যাল মিডিয়া। আট থেকে আশি সকলেই এখন সোশ‍্যাল মিডিয়ার ভক্ত। ইন্টারনেট যেন আষ্টেপৃষ্টে বেঁধে ফেলেছে মানুষকে। সোশ‍্যাল মিডিয়ার বিভিন্ন প্ল‍্যাটফর্মে প্রতিদিন হাজারো ভিডিও শেয়ার হয়। তার মধ‍্যে বেশ কিছু ভিডিও হয়ে যায় ভাইরাল। লাখ লাখ লাইক ও কমেন্ট হয়ে যায় এক একটি ভিডিওতে।

মাত্র কিছুদিন আগেই ছিল দোল উৎসব। তার পরের দিনই ছিল হোলি। রঙে রঙে রাঙা হয়ে গিয়েছিল আকাশ, বাতাস। রঙ লেগেছিল মানুষের মনেও। সেই রঙের রেশ এখনও কাটেনি। আর এমন দিনে সোশ্যাল মিডিয়ায় কোনও ভিডিও ভাইরাল হবে না তা কী হয়? টিকটক অ্যাপটি এখন প্রায়ই সকলের ফোনেই রয়েছে। এই অ্যাপের জনপ্রিয়তা এতই বেড়ে গিয়েছে যে তারকারাও রেহাই পাননি তার থেকে। হোলি উপলক্ষে প্রচুর ভিডিও ভাইরাল হয়েছে টিকটকে। তার মধ্যেই একটি ভিডিও বিশেষ করে চোখ টানছে নেটিজেনদের।

৬৭৬৭৬৭৭

ভিডিওতে দেখা গিয়েছে এক যুবতী গানের তালে চুল খুলছেন। আর তাঁর লম্বা চুলে লেগে থাকা আবির ঝড়ে পড়ছে মাটিতে। পরনে সাদা কুর্তি, কানে মানানসই দুল, এই যুবতীর ভিডিও এখন রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। রণবীর কাপুর ও দীপিকা পাডুকোনের জনপ্রিয় ছবি ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’র ‘বলম পিচকারি’র সুরে ভিডিও করেছেন ওই যুবতী। এই ভিডিও যে ভাইরাল হবে তা বলাই বাহুল্য।

https://www.facebook.com/100030910350743/videos/248680586172285/?t=14

৩০০র ও বেশি লাইক পড়েছে এই ভিডিওতে। ভিডিও পোস্ট করে সবাইকে দোলের শুভেচ্ছাও জানিয়েছেন ওই যুবতী।

Niranjana Nag

সম্পর্কিত খবর