“পোশাক ছাড়াও সুন্দর দেখায় মেয়েদের,” বিতর্কিত মন্তব্য বাবা রামদেবের, তোলপাড় দেশজুড়ে

বাংলাহান্ট ডেস্ক : বাবা রামদেব (Ramdev) আর বিতর্ক এখন সমার্থক শব্দ। সালমান খানের (Salman Khan) মাদক সেবন নিয়ে কিছুদিন আগেই বিতর্কিত মন্তব্য করেন যোগগুরু। এবার তার থেকেও বড় বিতর্কিত মন্তব্য করে ফের খবরের শিরোনামে বাবা রামদেব। মহিলাদের পোশাক সম্বন্ধে বলতে গিয়ে একটি সভায় রামদেব বলেন, “মেয়েরা যদি কিছু না পরে তাহলেও তাদের সুন্দর দেখায়।” সভায় উপস্থিত মহিলারা রামদেবের এই কথা শুনে রীতিমতো চমকে ওঠেন। রামদেবের এই বিতর্কিত মন্তব্যের ভিডিও এখন ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু তাঁর বক্তব্যের ফলে যে অস্বস্তিতে পড়েছেন বাবা রামদেব সে কথা রীতিমতো স্পষ্টভাবেই বলা যায়।

বাবা রামদেব পতঞ্জলির যোগপীঠের আয়োজনে শুক্রবার মুম্বাই শহরে শুধুমাত্র মহিলাদের জন্য একটি বিনামূল্যে যোগ প্রশিক্ষণ শিবির আয়োজন করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের ছেলে শিবসেনা সাংসদ শ্রীকান্ত শিন্ডে, মহারাষ্ট্রের (Maharashtra) বর্তমান উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের স্ত্রী তথা গায়িকা অম্রুতা ফড়নবিশ-সহ বিজেপির (BJP) বেশ কিছু নেতা।

অনুষ্ঠানের শুরুতে বাবা রামদেব সবাইকে যোগ শিক্ষা দেন। সেই সময় বিশেষ পোশাক পরেছিলেন মহিলারা। প্রশিক্ষণ শেষ হতেই শুরু হয় বাবা রামদেবের বক্তব্য। এর ফলে পোশাক বদল করার আর সময় পাননি মহিলারা। যোগ চর্চার সময়ের পোশাক পরেই সবাই রামদেবের বক্তব্য শুনতে থাকেন। এমন অবস্থায় রামদেব মজার ছলে বলেন, “মেয়েরা শাড়ি পরলে ভালো লাগে। সালোয়ার- কামিজ পরলেও ভালো লাগে তাদের। আমার চোখে কিছু না পরলেও সুন্দর লাগে মেয়েদের।”

Ramdev controversy

বাবা রামদেবের এই মন্তব্যের পর রীতিমতো হতবাক হয়ে যান সভায় উপস্থিত মহিলারা। এছাড়াও বেগতিক দেখে বিজেপি নেতার একে অপরের মুখ চাওয়াচায়ি করেন। বাবা রামদেবের এই বিতর্কিত মন্তব্য ঝড়ের গতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও দেখে নড়েচড়ে বসে মহিলা কমিশন। দিল্লির মহিলা কমিশনের চেয়ারপারসন স্বাতী মালিওয়াল টুইট করে ক্ষমা চাইতে বলেছেন রামদেবকে।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর