সমীক্ষা বলছে, বেশি টাইট ব্রা পড়লে স্তন বৃদ্ধি তাড়াতাড়ি হয়

 

বাংলা হান্ট ডেস্ক :- স্তন হল নারী শরীরের সৌন্দর্যবৃদ্ধিকারী একটি অঙ্গ। ইতিহাস সাক্ষী আছে এই স্তন বৃদ্ধির ব্যপারে মেয়েরা কতটা স্পর্শকাতর। তেল মালিশ থেকে শুরু করে বিভিন্ন দামী ক্রিম মেয়েরা ব্যবহার করে শুধুমাত্র স্তনের আকার বাড়ানোর জন্য।

 

তবে এই স্তনের আকার অনেকসময় নির্ভর করে মেয়েদের ব্রা এর সাইজের উপর। একটি সমীক্ষা তে দেখে গিয়েছে, যতো ছোটো ও টাইট ব্রা ব্যবহার করা যায় তাতে স্তনের আকার বৃদ্ধি পায়। অর্থাৎ স্তনের আকারের এক সাইজ ছোটো ব্রা ব্যবহার করলে স্তনের আকার বৃদ্ধি হতে পারে। এক্ষেত্রে অনেকটাই সাহায্য করে ছোটো প্যাডেড ব্রা।

Free shipping New arrival 2017 comfortable padded cup women s underwear deep V neck sexy bra.jpg 640x640

একটি আন্তর্জাতিক সংস্থার সমীক্ষা অনুযায়ী,ছোটো প্যাডেড ব্রা পড়লে মেয়েদের স্তন স্বাভাবিকের থেকে একটু বড় দেখায়। তাই মেয়েরা প্যাডেড ব্রা ব্যবহার করে এই পন্থা অবলম্বন করতে পারেন।

সম্পর্কিত খবর