এবার শিক্ষা দপ্তরকেই হুঁশিয়ারি দিলো শিক্ষকরা, বেতন দিতে হবে সর্বভারতীয় হারে

Published On:

বাংলা হান্ট ডেস্ক : অন্যান্য রাজ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে পশ্চিমবঙ্গের রাজ্যের সরকার এবং সরকার পোষিত সমস্ত স্কুলগুলির গ্র্যাজুয়েট শিক্ষকদের সর্বভারতীয় হারে বেতন দিতে হবে। এই দাবিতে শুক্রবার এক বর্ধিত সাধারণ সভার আয়োজন পড়লেও বৃহত্তর গ্রাজুয়েট রিসার্চ অ্যাসোসিয়েশনের হাওড়া জেলা কমিটি। যেহেতু কেন্দ্র থেকে রাজ্যের সমস্ত স্কুল শিক্ষক নিয়োগ হয় এনসিটিই র নিয়ম অনুসারে তাই সর্বভারতীয় হারে বেতন দিতে হবে এমনটাই দাবি তুলেছেন রাজ্যের গ্র্যাজুয়েট শিক্ষকদের একাংশ।

যেহেতু দেশের অন্যান্য রাজ্যে কেন্দ্রের হারে রাজ্যের সমস্ত সরকারি এবং সরকার পোষিত স্কুলগুলির ক্ষেত্রে বেতন দেওয়া হয় তাই পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন পশ্চিমবঙ্গের সরকারি এবং সরকার পোষিত অথবা সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির স্নাতক শিক্ষক শিক্ষিকারা। তাই শুক্রবার হাওড়ার দাশনগর চোপড়া দেবী বালিকা বিদ্যালয়ের এক বর্ধিত সাধারণ সভার মঞ্চ থেকে নতুন বছরের সর্বভারতীয় স্তরের সঙ্গে সামঞ্জস্য রেখে এর কাঠামো তৈরি করতে হবে বলে দাবি তোলেন শিক্ষকদের একাংশ।

একই সঙ্গে সরকারি স্কুলগুলিতে কর্মরত শিক্ষকদের কেরিয়ার অ্যাডভান্স ক্ষেত্রেও সুবিধা দিতে হবে বলে দাবি তোলা হয়েছে। প্রসঙ্গে বলতে গিয়ে হাওড়া জেলা সভাপতি শেখ রমিজুল রহমান জানিয়েছেন, দুই দশক ধরে যেভাবে রাজ্যের সমস্ত সরকারি এবং সরকার পোষিত স্কুলের স্নাতক শিক্ষকরা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তা নিয়ে যথেষ্ট ক্ষোভ রয়েছে তাঁদের মধ্যে

কারণ বেশির ভাগ ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কেন্দ্রে যেখানে তিনবার অর্থাত্ আট বছর ষোলো বছর এবং পঁচিশ বছরে কেরিয়ার অ্যাডভান্সমেন্ট হয় সেখানে রাজ্যে মাত্র একবার সেই সুবিধা দেওয়া হয় আর তাতেই সমস্যায় পড়েন রাজ্যের স্নাতক শিক্ষক শিক্ষিকারা। তাই রাজ্য সরকারকে এই বিষয়ে দৃষ্টিপাত করার দাবিও জানিয়েছেন।

X