”শচীনকে বিশ্বকাপ উপহার দেওয়া আমাদের কাছে স্বপ্নের মত ছিল”

28 বছর পর 2011 সালের 2 রা এপ্রিল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপ জিতে নেয় ভারত। তারপরই আনন্দে মেতে ওঠে আপামর ভারতবাসী। দীর্ঘ 28 বছর পর বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়ে মাতোয়ারা হয়ে ওঠে পুরো ভারতবাসী।

বিশ্বকাপে জেতার পরে সেই রাতে মাস্টার ব্লাস্টার সচিন টেন্ডুলকার কে কাঁধে চাপিয়ে পুরো মাঠ প্রদক্ষিন করেন বিরাট কোহলি, সুরেশ রায়না, হরভজন সিংরা। সচীন হাতে জাতীয় পতাকা নিয়ে দেশবাসীকে অভিনন্দন জানাতে থাকেন। সেই দৃশ্য আজও ভুলতে পারেনি ক্রিকেটপ্রেমী ভারতবাসীরা। তবে কেন সেইদিন শচীন টেন্ডুলকারকে কাঁধে চাপিয়ে গোটা মাঠ প্রদক্ষিণ করেছিলেন ভারতীয় ক্রিকেটাররা?

187129942f5f09c4402ed69f3312192b75c562ac3920874d3d929147bfb58d6198bf223b6

মায়াঙ্ক আগারওয়াল এর সাথে এক ক্রিকেটীয় আড্ডায় এই প্রসঙ্গে কথা উঠতেই বিরাট কোহলি জানিয়েছেন আসলে সেইবার আমরা বিশ্বকাপটা শচীন টেন্ডুলকারকে উপহার দিতে চেয়েছিলাম। শচীনকে বিশ্বকাপ উপহার দেওয়াটা ছিল আমাদের কাছে এক স্বপ্ন। আর তাই স্বপ্ন পূরণের পর আমরা শচীনকে কাঁধে করে গোটা মাঠ প্রদক্ষিণ করে ছিলাম। আসলে শচীন দেশের জন্য অনেক কিছু করেছিল কিন্তু এতদিনের ক্রিকেট ক্যারিয়ারে বিশ্বকাপ পাওয়ার আশায় পূরণ হয়নি তার। আর সেই কারণে আমরা শচীনকে বিশ্বকাপটা উপহার দিতে চেয়েছিলাম। অবশেষে স্বপ্ন পূরণ হওয়ায় আমরা সকলেই খুব আনন্দিত হয়েছিলাম।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর