আবারও বিশ্বের সবচেয়ে সুখী দেশের খেতাব পেল ফিনল্যান্ড, কত নম্বরে রয়েছে ভারত?

বাংলাহান্ট ডেস্ক: আবারও ‘আনন্দের বিশ্বখেতাব’ জিতে নিল ফিনল্যান্ড। টানা ছ’বছর ধরে বিশ্বের সুখীতম দেশের শিরোপা উঠেছে ফিনল্যান্ডের মাথায়। প্রকাশিত হয়েছে এ বছরের ‘গ্লোবাল হ্যাপিনেস ইন্ডেক্স’ (Global Happiness Index 2023)। বিশ্বের কোন দেশের মানুষ সবচেয়ে হাসিখুশি আছেন? কোথায় সবচেয়ে সুখে রয়েছেন মানুষ? তা বোঝার জন্য এই তালিকায় চোখ রাখা জরুরি। এই তালিকা অনুযায়ী, এখনও সব থেকে সুখে আছেন ফিনল্যান্ডের মানুষ। এশিয়ার ক’টা দেশ স্থান পেল তালিকায়? কত নম্বরে রয়েছে ভারত? জেনে নিন বিস্তারিত।

সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে আনন্দ (happiness) ও জীবনযাপনের মান বিবেচনা করে এই তালিকা তৈরি করা হয়ে থাকে। এটি বোঝার জন্য চালানো হয় একাধিক সমীক্ষা। এই সমীক্ষার মাধ্যমে দু’টি সূচক নিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে বিস্তারিত হ্যাপিনেস ইনডেস্ক রিপোর্ট তৈরি করে থাকে ইউনাইটেড নেশনস সাসটেনেবেল ডেভলপমেন্ট সলিউসালস নেটওয়ার্ক (United Nations Sustainable Developement Solutions Network)। 

happy people

এই তালিকা তৈরি করতে ১৫০টি দেশের পার ক্যাপিটা জিডিপি, কতটা সুস্থ জীবনযাপন করছেন মানুষ, জীবনযাপনের মান কেমন, দেশে মুক্ত চিন্তার আবহ আছে কিনা, এসব দেখা হয়। তারপর সেই তথ্যের উপর ভিত্তি করে ০ থেকে ১০ নম্বরের মধ্যে নম্বর দেওয়া হয়ে থাকে দেশগুলিকে। এই সূচক অনুযায়ী টানা ছ’বার সেরার সেরা খেতাব জিতে নিয়েছে ফিনল্যান্ড। তবে এশিয়ার একটি দেশও প্রথম দশে স্থান পায়নি। অন্যদিকে, প্রায় ৫৫ লক্ষ জনসংখ্যার দেশ ফিনল্যান্ড পেয়েছে ৭.৮৪২ পয়েন্ট। 

এবারের রিপোর্টে প্রথম কুড়িটি দেশের মধ্যে এশিয়ার একটি দেশেরও নাম নেই। এই রিপোর্ট অনুযায়ী, প্রথম স্থানে রয়েছে ফিনল্যান্ড। এরপরেই দ্বিতীয় স্থানে রয়েছে ডেনমার্ক। তৃতীয় স্থান পেয়েছে সুইজারল্যান্ড। চতুর্থ স্থানে রয়েছে আইসল্যান্ড। পঞ্চম স্থানের অধিকারী হয়েছে নেদারল্যান্ডস। ষষ্ঠ স্থানে রয়েছে নরওয়ে। সপ্তম স্থানে রয়েছে সুইডেন। লুক্সেমবার্গ পেয়েছে অষ্টম স্থান। নবম স্থান পেয়েছে নবম স্থান এবং অস্ট্রিয়া রয়েছে দশম স্থানে। 

তবে এই তালিকায় ভারতের স্থান খুবই নীচের দিকে রয়েছে। ১৫০টি দেশের মধ্যে ভারত রয়েছে ১৩৬ নম্বরে। গত বছর ভারত ১৩৯ তম স্থানে ছিল। সেখান থেকে এ বছর তিন স্থান উপরে উঠতে পেরেছে ভারত। যদিও প্রথম দশে এ বার এশিয়ার একটি দেশও জায়গা করে নিতে পারেনি। প্রসঙ্গত, জনসংখ্যার নিরিখে বিশ্বতালিকায় ভারত রয়েছে দ্বিতীয় স্থানে। 

Avatar
Subhraroop

সম্পর্কিত খবর