বাংলাহান্ট ডেস্ক : ধর্মাবলম্বীদের সংখ্যার নিরিখে বর্তমানে গোটা বিশ্বে সংখ্যাগুরু খ্রিস্টান ধর্মাবলম্বীরা। তবে ২০৭০ সালের মধ্যেই পাল্টে যেতে চলেছে এই চিত্রই। খ্রিস্টান নয়, ধর্মাবলম্বীদের সংখ্যার নিরিখে গোটা বিশ্বে বৃহত্তম ধর্মে পরিণত হবে ইসলাম অর্থাৎ মুসলিম জনসংখ্যা (Muslim Population) বৃদ্ধি পাবে। পিউ রিসার্চ সেন্টারের একটি গবেষণায় উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য।
মুসলিম জনসংখ্যা (Muslim Population) বৃদ্ধি
গবেষণার রিপোর্টে বলা হয়েছে, ২০৭০ সালের মধ্যেই বিশ্বের বৃহত্তম ধর্মে পরিণত হবে ইসলাম। প্রজনন হার এবং বিপুল পরিমাণ তরুণ জনসংখ্যাই যে এই বৃদ্ধির নেপথ্য কারণ হিসেবে কাজ করবে সেই কথাও রিপোর্টে উল্লেখ করেছে সংস্থা। খ্রিস্টানের পর বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্ম ইসলাম। তবে ২০৭০ সালের মধ্যেই খ্রিস্টানদের টপকে বিশ্বের সর্ববৃহৎ ধর্মের পরিণত হবে ইসলাম।
আরও পড়ুন : ‘এখনও ঐক্যবদ্ধ না হলে বাংলাও বাংলাদেশে পরিণত হবে’ ‘মুসলিমদের জুটিয়ে…’ সতর্ক করলেন শুভেন্দু
পিউ রিসার্চ সেন্টারের (PEW RESEARCH CENTER) রিপোর্ট “দ্য ফিউচার অফ ওয়ার্ল্ড রিলিজিয়ন্স” অনুযায়ী, বর্তমানে মুসলিম নারীরা গড়ে ৩টি করে সন্তান প্রসব করে থাকেন, যা বিশ্বের গড় প্রজনন হারের চেয়ে কিছুটা বেশি। পাশাপাশি এই রিপোর্টে আরও বলা হয়েছে, বর্তমানে মুসলিম জনসংখ্যার এক-তৃতীয়াংশের বয়স ১৫ বছরের কম।
আরও পড়ুন : এক বছর ধরে জেলবন্দি! এবার আরও চাপ বাড়ল শাহজাহানের? সামনে ‘বিস্ফোরক’ তথ্য
প্রতিবেদনের প্রধান গবেষক কনরাড হ্যাকেটের মতে, আগামী কয়েক বছরের মধ্যে বিপুল পরিমাণ মুসলিম তরুণ পৌঁছে যেতে চলেছেন প্রজননের বয়সে, যে কারণে গোটা বিশ্বে হু হু করে বাড়বে ইসলাম ধর্মাবলম্বীর (Muslim Population) সংখ্যা। রিপোর্ট অনুযায়ী, গোটা বিশ্বে খ্রিস্ট ধর্মাবলম্বীর সংখ্যাও বাড়ছে পাল্লা দিয়ে। বিশেষ করে আফ্রিকা মহাদেশে উচ্চ জন্মহারের কারণে ২০৫০ সালের মধ্যে আফ্রিকানদের ৪০ শতাংশ খ্রিস্টধর্মের অনুসারী হয়ে উঠতে চলেছেন।
তবে জন্মহার ও তরুণ প্রজন্মের ব্যাপকতার নিরিখে খ্রিস্ট ধর্মকে (Christian) ছাপিয়ে বিশ্বের বৃহত্তম ধর্মে পরিণত হবে ইসলাম। বর্তমানে ইন্দোনেশিয়া বিশ্বের সর্ববৃহৎ ইসলাম ধর্মাবলম্বীর দেশ। তবে একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে, ২০৫০ সালের মধ্যে ইন্দোনেশিয়াকে ছাপিয়ে ভারত হয়ে উঠতে চলেছে বিশ্বের বৃহত্তম ইসলাম অনুসারীদের বাসভূমি।
পিউ রিসার্চ সেন্টারের রিপোর্ট বলছে, ইসলাম ধর্মাবলম্বীর সংখ্যা তাৎপর্যপূর্ণভাবে বৃদ্ধি পেলেও, ভারতে সংখ্যাগুরু হিসাবেই থাকবেন হিন্দুরা। এই রিপোর্টে আরও বলা হয়েছে, হিন্দু, ইসলাম, খ্রিস্ট ধর্মের অনুসারীদের সংখ্যা বৃদ্ধি পেলেও, স্থিতিশীল অবস্থায় থাকবে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সংখ্যা।