‘আমাদের সেনা আর মিসাইল তৈরি”, চীনা ইঞ্জিনিয়াদের মৃত্যু নিয়ে পাকিস্তানের উপর চটল বেজিং

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ পাকিস্তানের (Pakistan) খাইবার পাখতুনখোয়া প্রান্তের দাসু এলাকায় নির্মাণধীন দাসু বাঁধ প্রকল্পের কাজে যাওয়া চীনা (China) ইঞ্জিনিয়ারদের বাসে হামলার পর ৯ জন চীনা নাগরিকের মৃত্যু হয়। এবার সেই ঘটনা নিয়ে কড়া মনোভাব আপন করল চীন। জানিয়ে দিই, এই ঘটনায় মোট ১৩ জনের মৃত্যু হয়েছিল, এবং ৩৯ জন আহত হয়েছিল। বিস্ফোরণের পর বাসটি খাদে পড়ে যায়।

এই জঙ্গি হামলার আগে পর্যন্ত চীন সর্বদা পাকিস্তানের সমর্থন করে আসত, কিন্তু এবার চীন তাঁদের পরম মিত্র পাকিস্তানের উপর বেজায় চটে রয়েছে। এই ঘটনা নিয়ে চীন সরকারের মুখপত্র গ্লোবাল টাইমসের সম্পাদক হু শিজিং একটি টুইট করে পাকিস্তানের ভূমিকা নিয়ে সরাসরি প্রশ্ন তোলেন।

শিজিং লেখেন, ‘এই হামলার জন্য দায়ী কাপুরুষ জঙ্গিরা এখনও নিজেদের দায় স্বীকার করেনি। কিন্তু তাঁদের খুঁজে বের করে খতম করা হবে। যদি পাকিস্তানের কাছে পর্যাপ্ত ক্ষমতা না থাকে, তাহলে চীন তাঁদের অনুমতি নিয়ে মিসাইল আর স্পেশ্যাল ফোর্সকে কাজে লাগাতে পারে।”

বলে দিই, পাকিস্তান বৃহস্পতিবার জানিয়েছে যে, প্রাথমিক তদন্তে বিস্ফোরণের চিহ্ন পাওয়া গিয়েছে আর জঙ্গি হামলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আরেকদিকে, চীন বৃহস্পতিবার জানিয়েছে যে, এই ঘটনার তদন্তের জন্য তাঁরা একটি বিশেষ দল পাকিস্তানে পাঠাচ্ছে।

এই ঘটনা নিয়ে দুই দেশের মধ্যে পৃথক ধারণা রয়েছে। পাকিস্তানের মতে গ্যাস লিক হওয়ার কারণে বিস্ফোরণ হয়েছিল, আরেকদিকে, চীন এটিকে সরাসরি জঙ্গি হামলা বলে আখ্যা দিয়েছে। পাকিস্তানের ‘ডন” সংবাদপত্রের একটি রিপোর্ট অনুযায়ী, একজন চীনা নাগরিক এখনও নিখোঁজ। যদিও সরকারি ভাবে এই কথা স্বীকার করা হয়নি।

X