স্ত্রী অসুস্থ, বিশেষভাবে সক্ষম মেয়ে! কন্যা সন্তানকে খাওয়াতে ‘মা রোবট” আবিষ্কার দিনমজুর বাবার

বাংলাহান্ট ডেস্ক : নিজের মেয়ে বিশেষভাবে সক্ষম। স্ত্রী অসুস্থ। এমন অবস্থায় মেয়েকে খাইয়ে দেওয়ার জন্য অভিনব যন্ত্র আবিষ্কার করে ফেললেন এক দিন মজুর। যন্ত্র সম্বন্ধে পুঁথিগত বিদ্যা ছাড়াই এমনই এক আশ্চর্যজনক ঘটনা ঘটিয়ে ফেলেছেন এই দিনমজুর।

জানা গেছে, দিনমজুর এই ব্যক্তির নাম বিপিন কদম। তিনি গোয়ার বাসিন্দা। তার মেয়ে শারীরিকভাবে প্রতিবন্ধী। বিপিনের স্ত্রী তার মেয়েকে একটা সময় দেখভাল করলেও হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনিও। এমন অবস্থায় একটা উপায় খুঁজছিলেন দিনমজুর বিপিন। সেই চিন্তা ভাবনা থেকেই বিপিন আবিষ্কার করে ফেললেন একটি রোবট। সেই রোবট এখন তার বিশেষভাবে সক্ষম মেয়েকে খাইয়ে দেয়। মেয়ের জন্য বিপিনের চিন্তা এখন অনেকটাই লাঘব হয়েছে তার আবিষ্কৃত রোবটের দ্বারা।

বিপিন তার আবিষ্কৃত রোবটটির একটি নামও দিয়েছেন। “মাতৃসম” এই রোবটটির নাম রেখেছেন “মা রোবট”। বিপিন জানিয়েছেন, তার আবিষ্কৃত এই রোবটটি ঠিক একজন মায়ের মত তার সন্তানকে খাইয়ে দেয়। সেই থেকেই এমন নামকরণের ভাবনা।

বিপিন জানান, তার মেয়ে শারীরিকভাবে অক্ষম। তাই সে ঠিকমত হাত-পা নাড়াতে পারে না। সেখান থেকেই তার মাথায় আসে এমন কিছু একটা তৈরি করার কথা যা তার মেয়েকে খাইয়ে দেবে।

কিভাবে কাজ করে এই “মা রোবট?”

বিপিনের আবিষ্কৃত এই রোবটটির মধ্যে বসানো রয়েছে একটি থালা। সেই থালায় দেওয়া হয় খাবার। বিপিনের মেয়ের যখন খাওয়ার ইচ্ছা হয় তখন সে রোবটের কাছে মুখ নিয়ে যায়। এরপর রোবটটিকে বলতে হয় তার কি খেতে ইচ্ছা করছে। এরপর রোবটটি সেই খাবার মুখ পর্যন্ত পৌঁছে দেয়।

দিনমজুর বিপিন জানিয়েছেন, তার ১৪ বছর বয়সী কন্যা খাওয়া-দাওয়ার ব্যাপারে সম্পূর্ণভাবে নির্ভরশীল ছিল তার মায়ের উপর। কিন্তু গত দুবছর হল তার স্ত্রী শারীরিকভাবে অসুস্থ হয়ে শয্যাশায়ী। মেয়েকে ঠিকমতো খাওয়াতে না পেরে স্ত্রী রীতিমতো কান্নাকাটি করতেন। ক্ষুধার্ত মেয়েকে বিপিন কাজ সেরে বাড়ি ফিরে এসে খাওয়াতেন। এরপর বিপিন খোঁজ করতে থাকেন এমন কোন রোবটের যে তার মেয়েকে খাইয়ে দেবে। এরপর অনলাইন মাধ্যমে বিস্তর পড়াশোনা করে তিনি নিজেই বানিয়ে ফেলেন এই রোবটটি।

2022 9largeimg 779060716

বিপিন আরো জানান ,এই রোবটটি তৈরি করতে তার প্রায় এক বছর সময় লেগেছে। এমনও দিন গেছে যখন একটানা ১২ ঘন্টা তিনি এই রোবট তৈরির পিছনে ব্যয় করেছেন। বিপিনের আশা এই রোবটটি তিনি সারা পৃথিবীতে অসহায় মানুষদের কাছে পৌঁছে দেবেন।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর