ফের ভাঙন কংগ্রেসে! আগামীকালই তৃণমূলে যোগ দিতে পারেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী

বাংলা হান্ট ডেস্কঃ ত্রিপুরা, অসম এবং বাকি বিজেপি শাসিত রাজ্যের পর গোয়াতেও নিজেদের ঘাঁটি মজবুত করতে ব্যস্ত হয়েছে তৃণমূল। সৈকত শহরে আগামী বিধানসভা নির্বাচনে প্রার্থীও দেবে তৃণমূল। পাশাপাশি মুখ্যমন্ত্রী পদপ্রার্থীও থাকবেন বলে জানা গিয়েছে। আর এবার সেই গোয়া থেকেই তৃণমূলের জন্য সুসংবাদ আসতে চলেছে।

সূত্র থেকে প্রাপ্ত খবর অনুযায়ী, আগামী বিকেলে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান কংগ্রেস বিধায়ক রাহুল গান্ধীদের হাত ছেড়ে মমতার ছায়াতলে আসতে চলেছেন। গোয়ার নাভেলিম থেকে কংগ্রেস বিধায়ক লুইজিনহো ফালেইরো আগামীকাল তৃণমূলে যোগ দিতে পারেন।

উল্লেখ্য, চব্বিশের লোকসভা নির্বাচনকে মাথায় রেখে একদিকে তৃণমূল যেমন তাঁদের শক্তি বৃদ্ধিতে ব্যস্ত, তেমনই তাঁরা দেশজুড়ে সমস্ত অবিজেপি দলগুলির সঙ্গে জোট করতেও তৎপর। কংগ্রেসের সঙ্গে ইতিমধ্যেই এই জোট নিয়ে আলোচনা চলছে। কিন্তু কংগ্রেসের সঙ্গে জোট করার পাশাপাশি তৃণমূল আবার তাঁদের ভাঙাতেও ব্যস্ত হয়েছে।

এখনও পর্যন্ত প্রাক্তন রাষ্ট্রপতির পুত্র অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, অসম কংগ্রেসের নেত্রী সুস্মিতা দেব, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রর স্ত্রী এবং পাঁচ বারের কংগ্রেস বিধায়ক তৃণমূলে যোগ দিয়েছেন। ত্রিপুরাতেও কংগ্রেস ছেড়ে অনেকেই তৃণমূলের হাত ধরেছে। এখন রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে যে, ভাবী শরিকদের এভাবে ভেঙে নিজেদের মজবুত করা কী বাকিরা ভালো মতো নেবে?

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর