‘তৃণমূলের আদর্শ মানুষের হয়ে কাজ করতে বাধা দিচ্ছে”, গোয়ায় ফের ভাঙন ঘাসফুল শিবিরে

বাংলাহান্ট ডেস্ক : আবারও ভাঙন সৈকত রাজ্যের ঘাসফুল শিবিরে। এবার দল ছাড়লেন গোয়ার তৃনমূলের সাধারণ সম্পাদক যতীশ নায়েক। তৃণমূলে থেকে কাজ করতে পারছেন না তিনি, এছাড়াও তৃণমূলে নাকি তাঁকে অপমানিত হয়ে হয়েছে, এই অভিযোগ এনেই দল ছাড়লেন তিনি।

গতকাল একটি চিঠি লিখেই দল ছাড়ার কথা ঘোষণা করেন তিনি। সেই চিঠিতে নায়েক লিখেছেন, তাঁর কাছে রাজনীতি মানে গোয়ার মানুষদের জন্য কাজ করা। কিন্তু তৃণমূলে থাকার ফলে সেই আদর্শের সঙ্গে সমঝোতা করতে হচ্ছে তাঁকে। এছাড়াও দলে থাকার কোনো মানেই খুঁজে পাচ্ছেন না তিনি। দলে থেকে নাকি অপমানিতও হতে হয়েছে তাঁকে।

সম্প্রতি গোয়া বিধানসভা নির্বাচনের আগেই তৃনমূলে যোগদান করেন পেশায় আইনজীবি যতীশ নায়েক। যোগ দেওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই সে রাজ্যের তৃণমূলের সাধারণ সম্পাদকের পদও দেওয়া হয় তাঁকে। এতদিন অবধি মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরে গলা মেলালেও এবার হঠাৎই বেসুরো গাইলেন তিনি।

গোয়া বিধানসভা নির্বাচনের আগে টালমাটাল অবস্থা সেরাজ্যের তৃণমূল কংগ্রেসের। ভোট দোরগোড়ায় হাজির হলেও এখনও দল ছাড়ার হিড়িক নেতাদের মধ্যে। এহেন পরিস্থিতিতে নেতাদের তৃণমূল ত্যাগে শক্তি বাড়াচ্ছে বিজেপি। প্রসঙ্গত, যতীশ নায়েকের দলত্যাগ প্রসঙ্গে কোনো প্রতিক্রিয়াই জানানো হয়নি দলের তরফে। এই ব্যাপারটিকে গুরুত্ব না দিয়েই নতুন দুই নেতার দলে যোগ দেওয়ার খবরই ঘোষণা করেছে তারা।


Katha Bhattacharyya

সম্পর্কিত খবর