বাংলা হান্ট ডেস্কঃ গোয়া বিধানসভা নির্বাচনের আগে আরও একটি বড় ধাক্কা খেল বিজেপি। রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী ও বিধায়ক মাইকেল লোবো পদত্যাগ করে গোয়ার নির্বাচনের আগে বিজেপিকে বড়সড় ঝটকা দিলেন।। মন্ত্রী পদের পাশাপাশি বিধায়ক পদ থেকেও ইস্তফা দিয়েছেন মাইকেল লোবো।
লোবো অভিযোগ করে বলেছেন যে, বিজেপি প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত মনোহর পারিকরের ঐতিহ্যকে ভুলে গিয়েছে এবং ওনার সমর্থকদের দূরে রাখা হচ্ছে। পদত্যাগের পর লোবো বলেন, আমি আশা করছি যে, গোয়ার কালাঙ্গুত নির্বাচনী এলাকার মানুষ আমার সিদ্ধান্তকে সম্মান করবে। তিনি এও জানান যে, শীঘ্রই পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেবেন তিনি। লোব বলেন, আমি অন্যান্য দলের সঙ্গে আলোচনা করছি। তাঁরা যেভাবে আচরণ করছে, তাতে আমি মর্মাহত। দলীয় কর্মীরাও খুশি নন।
পদত্যাগের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে লোবো বলেন, দলের কর্মকাণ্ডে তিনি ক্ষুব্ধ। তবে তিনি তার সিদ্ধান্তের জন্য কেন্দ্র বা রাজ্যের নেতাদের দোষ দেননি। তিনি বলেন যে, আমার সাথে যে ব্যবহার করা হচ্ছে তাতে আমি বিরক্ত হয়ে উঠেছি। দলের নিচু পর্যায়ের কর্মীরা উপেক্ষিত। নিজের চোখে দেখেছি, কানে শুনেছি। দল এত বড় হয়েছে যে নিচু পর্যায়ের কর্মীদের অবদানের কদর করে না। অনেকেই আমার কাছে অভিযোগ করতে এসেছেন। দলে উত্থান-পতন থাকলেও কর্মীদের উপেক্ষা করা যায় না।
গোয়ার প্রবীণ নেতা লোবো বলেছেন যে, আমি দীর্ঘদিন ধরে এই নিয়ে অভিযোগ করে আসছি কিন্তু কেউ শুনতে প্রস্তুত ছিল না। আমি অনুভব করতে পেরেছি যে, আমরা দূরে সরানো হচ্ছে।