সরকারি বইয়ের গুদামেই চাষ হচ্ছে ছাগল! সেই ছাগলের মল-মুত্রে ভেজা বই যাচ্ছে স্কুলে স্কুলে, ক্ষুব্ধ এলাকাবাসী

বাংলাহান্ট ডেস্ক : সরকারি বই সরবরাহের গুদামে মধ্যেই চলছে দেদার ছাগলের চাষ! বইয়ের মধ্যে মিশছে ছাগলের মল-মূত্র।সেই বই বিতরণ করা হচ্ছে ছাত্রছাত্রীদের। তমলুকের শহিদ মাতঙ্গিনী রেগুলেটিং মার্কেটের এই ঘটনার ঘিরে তীব্র শোরগোল গোটা জেলা জুড়ে।

সূত্র মারফত জানা যাচ্ছে, রেগুলেটিং মার্কেটের এই দুটি গোডাউন ঘরে সরকারি বই কলকাতা থেকে এনে মজুত রাখা। পরে তা প্রয়োজন মতো সারা জেলায় বিভিন্ন স্কুলে বিতরণ করা হত। অভিযোগ, সেখানেই ছাগল চাষ করা হচ্ছে। ফলে সরকারি বইয়ের সঙ্গে একসঙ্গে এই ছাগল রাখার জন্য অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়েছে। ছাগলের মল-মূত্র বইয়ের সঙ্গে মিশে তা সব ছাত্রছাত্রীদের হাতে পৌঁছে যাচ্ছে। শুধু তাই নয়, এর ফলে একদিকে যেমন বহু লক্ষ টাকার সরকারি বই নষ্ট হচ্ছে তেমনি নোংরা বই  শিশুদের হাতে সরবরাহ করায় নানাবিধ রোগ সংক্রমণের ঝুঁকি বেড়ে যাচ্ছে বহুগুণ। স্বাভাবিক ভাবেই এমন ঘটনাকে ঘিরে ক্ষোভ ছড়িয়েছে গোটা এলাকায়।

প্রশাসন ও স্থানীয় সূত্রে খবর, তমলুক স্টেশন এবং পুরনো জেলা শাসকের দফতর সংলগ্ন রয়েছে শহিদ  মাতঙ্গিনী স্বদেশি বাজার রেগুলেটিং মার্কেট। যেখানে ইতিমধ্যেই একাধিক স্টল রয়েছে। আর তারই দু’টি ঘরে রয়েছে সর্বশিক্ষা মিশনের সরকারি বইয়ের বিরাট স্তুপ।

এই বইয়ের পাহাড়ের সঙ্গে ছাগল চাষ কীভাবে সম্ভব তা নিয়েও প্রশ্ন তুলেছেন অভিভাবকরা। তবে এই বিষয়টি নিয়ে এখনও কিছুই জানে না জেলা প্রশাসন। এ বিষয়ে পূর্ব মেদিনীপুর জেলা সর্বশিক্ষা মিশনের জেলা আধিকারিক মহম্মদ মার্গব ইলমি বলেন, ‘ওখানে আমাদের সরকারি কোনও গোডাউন তো নেই। তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। দোষ করলে তার শাস্তি অবশ্যই হবে।’


Sudipto

সম্পর্কিত খবর