বাংলা হান্ট ডেস্কঃ ঈশ্বরে বিশ্বাসী মানুষ মন্দিরে যায়। ভগবানকে পূজা করে কষ্ট দূর করার জন্য প্রার্থনা করেন। বিশেষ করে যারা শিবের ভক্ত, তারা শিবের মন্দিরে ছোটেন। শিব ভক্তরা তাদের কষ্ট দূর করার জন্য মন্দিরে আসেন।
একদিকে যেখানে ভোলেনাথ সবার দুঃখ দূর করেন, সেখানে ছত্তিশগড়ের কাণ্ড শুনলে চোখ কপালে উঠবে। এখানে স্বস্তি পেতে আদালতে হাজির হলেন খোদ ভোলেনাথ। হ্যাঁ, শুনতে অদ্ভুত লাগলেও ব্যাপারটা সত্যি। ভগবান শিবের হাজিরার এই অদ্ভুত ঘটনা সামনে এসেছে রায়গড় থেকে। বিষয়টি বর্তমানে গোটা দেশে আলোচনার বিষয়। মামলাটি অবৈধ দখল সংক্রান্ত। ফলে আদালতের কর্মীরা ভগবান শিবকেও নোটিশ পাঠান। তাঁকে আদালতে হাজির হওয়ার জন্য ডাকা হয়।
আসলে, রায়গড় পৌর কর্পোরেশন 25 নম্বর ওয়ার্ডে কাউহাকুন্ড এলাকায় সরকারি জমি ও পুকুর দখলের জন্য দশ জনকে নোটিশ দেওয়া হয়। এই লোকেদের মধ্যে ভগবান শিবের নামও রয়েছে। যাদেরকে নোটিশ দেওয়া হয়, তারা 25 শে মার্চ আদালতে হাজির না হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে আদেশ দেয় আদালত। ফলে, ভগবান শিবকেও হাজির হতে হয়।
ভগবান শিবের নামে নোটিশ জারি হওয়ার পর তাঁকে আদালতে কিভাবে আনা যায় তা নিয়ে সমস্যা ছিল। এই অবস্থায় ভোলেনাথ মন্দিরের শিবলিঙ্গ নিয়ে মন্দিরে পৌঁছায় ওই ওয়ার্ডের কাউন্সিলরসহ আরও অনেকে। আশ্চর্যের বিষয় হল এতে মন্দির কর্তৃপক্ষ, পুরোহিত বা অন্য কাউকে উদ্দেশ্য না করে সরাসরি শিব মন্দিরে নোটিশ জারি করা হয়। তাই শিবলিঙ্গ নিয়ে আসা হয় আদালতে। অন্যদিকে তহসিলদারের চেম্বারের বাইরের নোটিশে লেখা হয় পরবর্তী তারিখ। তাই সবাইকে 13 ই এপ্রিল আবার হাজির হতে হবে।