বাড়িয়ে দেওয়া হল মেয়াদ, দেশের ৮০ কোটি জনতা আবারও পাবে বিনামূল্যে রেশন

বাংলা হান্ট ডেস্ক: শনিবার মন্ত্রিসভার বৈঠকের পর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। জানা গিয়েছে যে, এবার প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার (PM Garib Kalyan Anna Yojana) মেয়াদ আরও ৬ মাস বাড়ানো হয়েছে। অর্থাৎ, বর্তমান সিদ্ধান্তে ৩০ সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত, বিনামূল্যে রেশন পেতে পারবেন প্রান্তিক শ্রেণির মানুষেরা।

যদিও, প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনার শেষ তারিখ ছিল চলতি মাসের ৩১ তারিখ পর্যন্ত। তবে, এর আগে উত্তরপ্রদেশেও, যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর দ্বিতীয় দিনে বিনামূল্যে রেশন প্রকল্প ৩ মাসের জন্য বাড়িয়েছেন।

এই কর্মসূচির অধীনে, সরকার আনুমানিক ৩.৪ লক্ষ কোটি টাকার ব্যয়ে দরিদ্র পরিবারগুলিতে ১,০০৩ লক্ষ টন খাদ্যশস্য বিতরণ করবে। এখনও পর্যন্ত সরকার ইতিমধ্যেই ২.৬৯ লক্ষ কোটি টাকা খরচ করেছে এবং আগামী ৬ মাসে আরও ৮০ হাজার কোটি টাকা খরচ করা হবে। আপাতত এই প্রকল্পের পাঁচটি ধাপ চালানো হয়েছে। পাশাপাশি, খাদ্য মন্ত্রক রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে মোট ৭৫৯ লক্ষ টন খাদ্যশস্য বিতরণ করেছে।

প্রসঙ্গত উল্লেখ্য, করোনা সঙ্কটের সময়ে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা ২০২০ সালের মার্চ মাসে ঘোষণা করা হয়েছিল। এই যোজনার উদ্দেশ্য ছিল করোনা মহামারীর সময়ে সঠিকভাবে খাদ্য পৌঁছে দেওয়া। প্রাথমিকভাবে PMGKAY স্কিমটি ২০২০ সালের এপ্রিল থেকে জুন মাসের জন্য চালু করা হলেও, কিন্তু পরে তা ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়। এরপরে এটি ফের ২০২২-এর ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছিল এবং নতুন সিদ্ধান্তের জেরে এই প্রকল্পটিকে চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হল।

pic 26

প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার অধীনে, দরিদ্ররা বিনামূল্যে জনপ্রতি ৫ কেজি খাদ্যশস্য পান। এছাড়াও, এই প্রকল্পের অধীনে সরকার জাতীয় খাদ্য নিরাপত্তা আইন (NFSA)-এর সাহায্যে চিহ্নিত ৮০ কোটি রেশন কার্ডধারীদের বিনামূল্যে রেশন প্রদান করে। এছাড়াও, রেশন কার্ডধারীদেরকে রেশন দোকানের মাধ্যমে যে ভর্তুকিযুক্ত খাদ্যশস্য পাওয়া যায় তা ছাড়াও PMGKAY-এর রেশন বিনামূল্যে দেওয়া হয়।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর