মিতিন মাসি’র এবার মাল্টি টাস্কিং, দেখে নিন

Published On:

বাংলা হান্ট ডেস্ক : ছবিতে দেখা যাচ্ছে এক পার্সি ব্যবসায়ী রুস্তমজির সঙ্গে দেখা করতে এসেছে মিতিন মাসি। সঙ্গে তার স্বামী আর ভাইজি। হঠাৎ কিছু কারণে মিতিন মাসি হুট করে উঠে দরজা ঠেলে এক ছুটে বেরিয়ে গেল। পিছন পিছন বাকি দু’জন। রুস্তমজিও গেল, কিন্তু কিছু বুঝে উঠতে পারল না। কী হল এমন?

বাকিটা জানতে হলে অবশ্যই দেখতে হবে অরিন্দম শীল পরিচালিত গোয়েন্দা ছবি ‘মিতিন মাসি’,যা আসছে এই পুজোয়। রুস্তমজির ভূমিকায় বিনয় পাঠক। হাতেকলমে তাঁর এটা দ্বিতীয় বাংলা ছবি। কিন্তু বিনয় বলছেন ‘মিতিন মাসি’ আগে মুক্তি পাবে, তাই এটাই তাঁর প্রথম বাংলা ছবির।

এই ছবির শুটিং চলছে ইস্টার্ন মেট্রোলিটান বাইপাসের ধারে। কিন্তু কেন করলেন রুস্তমজি এই ছবি? তিনি বললেন ‘পুরোটাই অরিন্দমের ‘দোষ’। বলেছিলাম আমাকে নিও না, মাথা চাপড়াবে। কিন্তু ও অনড়। তবে সত্যি কথা বলতে আমার গল্পটা খুব ভালো লেগেছিল। পুরোটা আমি বাংলা কিন্তু রোমান হরফে পড়েছি। চিত্রনাট্যটা আমাকে ফোলুদার কথা মনে পড়াচ্ছিল, বলছেন বিনয়।’ ‘বলিউড’ কথাটায় খুব আপত্তি আছে বিনয়ের। ‘আমি যদি আপনাদের এত বছরের এত সমৃদ্ধ একটা বাংলা ছবির ইন্ডাস্ট্রিকে ‘টলিউড’ বলে সম্মোধন করি, তাহলে কেমন লাগবে?’ বলছেন বিনয়। শুটিং ছাড়াও কলকাতায় দেদার খাওয়া-দাওয়া করছেন তিনি। নিরামিশাষী হলেও বাঙালি ছেঁচড়া, চচ্চড়ি, মিষ্টি দই সবই একেবারে পাতপেড়ে জমিয়ে খেয়েছেন।

X