সামনে এল বড় সুখবর! এবার অনেকটাই সস্তা হল সোনা এবং রুপো, জানুন আজকের সর্বশেষ দর

বাংলা হান্ট ডেস্ক: এবার ফের একবার সোনা এবং রুপোর দামে বড়সড় পতন পরিলক্ষিত হল। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, গত ১৪ জুন অর্থাৎ বুধবার ভারতীয় বুলিয়ন বাজারে সোনা এবং রূপোর দামে পতন ঘটেছে। শুধু তাই নয়, সোনার দাম প্রতি ১০ গ্রামের নিরিখে ৬০ হাজার টাকার নিচে রয়েছে। পাশাপাশি, প্রতি কেজি রূপোর দাম ৭২ হাজার টাকার কিছুটা বেশি রয়েছে বলেও জানা গিয়েছে।

মূলত, জাতীয় পর্যায়ে ৯৯৯ বিশুদ্ধ ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম হল ৫৯,৩৪৭ টাকা। পাশাপাশি, ৯৯৯ বিশুদ্ধতার রূপোর দাম ৭২,১৭৩ টাকা। এদিকে, ইন্ডিয়া বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের মতে, গত মঙ্গলবার সন্ধ্যেতে ২৪ ক্যারেট খাঁটি সোনার দাম প্রতি ১০ গ্রামে ৫৯,৮৫৬ টাকা ছিল। যা আজ অর্থাৎ বৃহস্পতিবার সকালে ৫৯,৩৪৭ টাকায় নেমে এসেছে। একইভাবে বিশুদ্ধতার ভিত্তিতে সোনা ও রূপোও সস্তা হয়েছে।

আজকের সোনা ও রূপোর দাম: উল্লেখ্য যে, অফিসিয়াল ওয়েবসাইট ibjarates.com অনুসারে জানা গিয়েছে যে, ৯৯৫ বিশুদ্ধতার ১০ গ্রাম সোনার দাম আজ সকালে ৫৯,১০৯ টাকায় নেমে এসেছে। অপরদিকে, ৯১৬ বিশুদ্ধতার সোনার দর আজ ৫৪,৩৬২ টাকা হয়েছে।

এদিকে, ৭৫০ বিশুদ্ধ সোনার দাম নেমে এসেছে ৪৪,৫১০ টাকায়। অপরদিকে, ৫৮৫ বিশুদ্ধতার সোনা আজ সস্তা হয়েছে। পাশাপাশি, সেই দাম কমে হয়েছে ৩৪,৭১৮ টাকা। এছাড়া ৯৯৯ বিশুদ্ধতার এক কেজি রূপোর দাম আজ ৭২,১৭৩ টাকা হয়েছে।

মিসড কলের মাধ্যমে জেনে নিন সোনা ও রূপোর দাম: উল্লেখ্য যে, কেন্দ্রীয় সরকারের ঘোষিত ছুটি ছাড়াও, শনি এবং রবিবার ibja দ্বারা এই হার জারি করা হয় না। এমতাবস্থায়, ২২ ক্যারেট এবং ১৮ ক্যারেট সোনার গহনার খুচরা রেট জানতে, আপনি ৮৯৫৫৬৬৪৪৩৩ এই নম্বরে একটি মিসড কল দিতে পারেন। কিছুক্ষণের মধ্যেই SMS-এর মাধ্যমে দাম জানিয়ে দেওয়া হবে। এছাড়াও, আপনি বিভিন্ন আপডেট সম্পর্কে জানার জন্য www.ibja.co বা ibjarates.com-এ যেতে পারেন।

gold price

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ভারতীয় বুলিয়ন জুয়েলার্স অ্যাসোসিয়েশন দ্বারা জারি করা এই দামগুলি বিভিন্ন বিশুদ্ধতার সোনার স্ট্যান্ডার্ড মূল্য সম্পর্কে তথ্য উপস্থাপিত করে। এই সব দাম ট্যাক্স এবং মেকিং চার্জের আগে নির্ধারিত হয়। IBJA দ্বারা জারি করা এই দামগুলি সারা দেশে মান্যতা পায়। কিন্তু GST এই দামের মধ্যে অন্তর্ভুক্ত থাকেনা।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর