টাকা নয়, ATM থেকে বেরোবে কাঁড়ি কাঁড়ি সোনার কয়েন! ভারতেই চালু হল নতুন পরিষেবা

বাংলাহান্ট ডেস্ক : এটিএম (Automated teller machine) থেকে টাকা তোলার সঙ্গে আমরা সকলেই পরিচিত। কিন্তু এবার এটিএম থেকে মিলবে শয়ে শয়ে সোনার কয়েন! নিশ্চয়ই ভাবছেন এ আবার কেমন কথা? প্রাথমিকভাবে অবিশ্বাস্য মনে হলেও এমন গোল্ড এটিএমের সন্ধান মিলবে ভারতেরই এক শহরে।

দেশের প্রথম সোনার এটিএম এবার হায়দ্রাবাদ-ভিত্তিক কোম্পানি গোল্ডসিক্কা প্রাইভেট লিমিটেডের সৌজন্যেই প্রতিস্থাপিত হল। ওপেনকিউব টেকনোলজিসের সহায়তায় তারা এই সোনার এটিএমের ইনস্টলেশনের কাজটি শেষ করেছে। এই এটিএমের মাধ্যমে গ্রাহকরা ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার করে সোনার কয়েন কিনতে পারবেন।

সূত্রের খবর, এই এটিএমটিও একটি সাধারণ এটিএম (টাকা সহ এটিএম) এর মতোই কাজ করবে। টাকা তোলার মতোই ডেবিট বা ক্রেডিট কার্ড সোয়াইপ করে, পিন দিয়ে যে পরিমাণ সোনার কয়েন প্রয়োজন, তা লিখলেই মেশিন থেকে বেরিয়ে আসবে সেই মূল্যের সোনা। তবে, ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড ছাড়া গ্রাহকরা প্রিপেড ও পোস্টপেইড স্মার্ট কার্ড ব্যবহার করে হলুদ ধাতু তুলতে পারেন।

উল্লেখযোগ্যভাবে, গোল্ডসিক্কা সোনা কেনা-বেচার ব্যবসা করে। কোম্পানির সিইও সি. তরুজের মতে, লোকজন এই এটিএম থেকে 0.5 গ্রাম থেকে 100 গ্রাম পর্যন্ত সোনার কয়েন তুলতে পারবেন। শুধু তাই নয়, এই এটিএম-এ সোনার দাম লাইভ আপডেট করা হবে, যাতে কোনও জালিয়াতি না হয়। এই গোল্ড এটিএম-এর পরিষেবা সারাদিনই পাওয়া যাবে।

Gold atm

কোম্পানির সিইও সি তরুজের মতে, কোম্পানি সারা দেশে আরও সোনার এটিএম খুলবে। সংস্থাটি পেদ্দাপল্লি, ওয়ারাঙ্গল এবং করিমনগরেও সোনার এটিএম খোলার পরিকল্পনা করছে৷ এছাড়াও, কোম্পানি আগামী 2 বছরে ভারত জুড়ে প্রায় 3,000 গোল্ড এটিএম খোলার পরিকল্পনা করেছে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর