গোদাবরী নদীর জলে মিলছে সোনা! কুড়োতে হুড়োহুড়ি অন্ধ্রপ্রদেশে, দেখুন ভিডিও

প্রাচীন কাল থেকেই বহু নদীর জলের সাথে সোনার (gold) টুকরো মেলার খবর পাওয়া যায়। ভারতেও তা দুর্লভ নয়। সোনার রেনু ভেসে আসত বলে নদীর নাম সুবর্ণরেখা। যা বাংলার ওপর দিয়েই প্রবাহিত৷ দক্ষিণের গোদাবরী নদীতেও এমন ঘটনা ঘটেছে আগে। ফের একবার তেমনই খবর জানা যাচ্ছে সেখান থেকে।

IMG 20201129 144440

জানা গেছে, গোদাবরী নদীর পূর্ব তীরে জলের স্তর নামতেই জেগে উঠেছে সোনার টুকরো। আর তা জানতে পেরেই স্থানীয় বাসিন্দারা ভিড় জমিয়েছেন সেখানে। জলে কুড়িয়ে পাওয়া হলুদ ধাতুটি কুড়িয়ে বাড়ি নিয়ে যাচ্ছেন অনেকেই। যদিও সেই ধাতু সোনা কিনা তা স্পষ্ট নয়

কিভাবে মিলল খোঁজ? এই এলাকার মানুষেরা বিশ্বাস করেন প্রতিটি ঝড়ের পরেই গোদাবরী নদীর জলে ভেসে আসে সোনা ও রত্ন। সেই কৌতূহল থেকেই নিভার কমলেই স্থানীয়রা সেখানে খোঁজ করতে উপস্তিত হন।

পূর্ব গোদাবরীর ইউ কোঠাপল্লী মণ্ডলের বেশ কয়েকটি মৎস্যজীবী পরিবার এই সোনার টুকরো পেয়েছেন বলে জানা যাচ্ছে। তবে সেই ধাতু আসলেই সোনা কিনা তা এখনো জানা যায় নি।

 


সম্পর্কিত খবর