বাংলা হান্ট ডেস্ক: এবার ক্রমশ উর্ধ্বমুখী হচ্ছে সোনার দাম (Gold Price)। বৃহস্পতিবার মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) সোনার দাম ৫৫,৮০০ টাকা ছাড়িয়েছে। শুধু তাই নয়, গত ৫ দিনে সোনার দর প্রতি ১০ গ্রামের নিরিখে ৭৫০ টাকারও বেশি বেড়েছে। তবে, বৃহস্পতিবার রুপোর দামে পতন পরিলক্ষিত হয়েছে।
সোনার দাম রেকর্ড স্তরে পৌঁছবে: উল্লেখ্য যে, মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে, সোনার দাম ০.০৮ শতাংশ বৃদ্ধির সাথে প্রতি ১০ গ্রামে ৫৫,৮১০ টাকায় লেনদেন হচ্ছে। এদিকে শেষ ট্রেডিং সেশনে, MCX-এ সোনার দাম ২৬৯ টাকা বেড়ে ৫৫,৭৯৯ টাকায় বন্ধ হয়েছে। এমতাবস্থায়, ২০২৩ সালে, সোনার দর একটি নতুন রেকর্ড স্তরে পৌঁছে যেতে পারে।
সস্তা হয়েছে রুপো: মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) আজ রুপোর দাম কমছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী, রুপোর দাম ০.১৪ শতাংশ হ্রাস পেয়ে প্রতি কেজিতে ৬৯,২১৮ টাকায় লেনদেন হচ্ছে। অপরদিকে, শেষ ট্রেডিং সেশনে, রূপোর দাম ৬৭০ টাকা কমে MCX-এ ৬৯,৩০০ টাকায় বন্ধ হয়েছে।
বিশ্ব বাজারে সোনার দাম বেড়েছে: এমতাবস্থায়, আমরা যদি আন্তর্জাতিক বাজারের কথা বলি, সেক্ষেত্রে জানাতে হয় যে, সেখানেও বৃহস্পতিবার সোনার দামে তীব্র বৃদ্ধি ঘটেছে। তবে, রুপোর দাম অবশ্য কমেছে। সোনার স্পট প্রাইস আজ ১.০৪ শতাংশ বেড়ে ১,৮৫৬.১৪ ডলার প্রতি আউন্স হয়েছে। এছাড়া রুপোর দাম ০.৯২ শতাংশ কমে আউন্স প্রতি ২৩.৭৫ ডলারে দাঁড়িয়েছে।
ভালো রিটার্ন দেবে সোনা: উল্লেখ্য যে, নতুন বছরে সোনার দাম ৬২,০০০ টাকায় পৌঁছতে পারে বলে অনুমান বিশেষজ্ঞদের। এর পাশাপাশি রুপোও ৮০,০০০ টাকার রেকর্ড তৈরি করতে পারে। এমতাবস্থায়, ২০২৩ সালে বিনিয়োগকারীরা সোনা থেকে বড় অর্থ উপার্জন করতে পারেন। কারণ, চলতি বছরে সোনা ভালো রিটার্ন দিতে পারে।