বাংলা হান্ট ডেস্ক: সোনা মধ্যবিত্তদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধুমাত্র যে গয়না হিসেবে হলুদ ধাতুকে দেখা হয় তা কিন্তু নয়। ভবিষ্যতের সঞ্চয় হিসেবেও অনেকে সোনা কিনে রাখেন। পাশাপাশি সোনার দাম কমলে যেমন স্বস্তির নিঃশ্বাস ফেলে আমজনতা। তেমনি সোনার দাম বাড়লে চিন্তার ভাঁজ পড়ে সাধারণ মানুষের মাথায়। তবে এবার সোনা প্রেমিদের জন্য সুখবর। এবার থেকে ৯ ক্যারেট সোনার (Gold Karat) বাধ্যতামূলকভাবে হলমার্কিং এর আওতায় আনা হয়েছে। এমনই স্বীকৃতি দিল কেন্দ্রীয় সরকার (central Government)।
৯ ক্যারেট সোনার গয়নায় স্বীকৃতি কেন্দ্রের (Gold Karat)
সাধারন মানুষেদের জন্য সুখবর। এবার থেকে ৯ ক্যারেট সোনায় বাধ্যতামূলকভাবে হলমার্কিং এর আওতায় আনা হয়েছে। চলতি বছরের জুলাই মাস থেকে এ নিয়ম কার্যকর হবে বলে জানিয়েছে BIS। এই ৯ ক্যারেট সোনার জন্য নির্ধারিত সংখ্যা রাখা হয়েছে ‘৩৭৫’। যেমন ২২ ক্যারেট সোনার গহনার গায়ে লেখা থাকে ৯১৬ সংখ্যাটি। তেমনি এবার থেকে ৯ ক্যারেট সোনার গয়নার গায়ে এই সংখ্যাটি লিখতে হবে স্বর্ণকারদের। অর্থাৎ, এবার থেকে ২৩, ২২,২০,১৮ পাশাপাশি ৯ ক্যারেট সোনার গহনা স্বীকৃতি পেল।
উল্লেখ্য, BIS-য় নিয়ম অনুযায়ী এবার থেকে সমস্ত গহনা প্রস্তুতকারক ও হলমার্কিং সেন্টারগুলিকে এই নতুন ক্যাটাগরি সামঞ্জস্য সোনা বিক্রি করতে হবে। এছাড়াও, ৯ ক্যারেট সোনার পাশাপাশি ২৪ক্যারেট, ২৩ক্যারেট, ২২ ক্যারেট, ২০ক্যারেট, ১৮ ক্যারেট এবং ১৪ক্যারেটের গয়নাগুলিও হলমার্কিং-র আওতায় থাকবে।
আরও পড়ুন: স্কুল কামাই করলেই দিতে হবে ২০০ টাকা! চাঞ্চল্যকর অভিযোগ বর্ধমানের স্কুলে, পদক্ষেপ নিল কর্তৃপক্ষ
প্রসঙ্গত, সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত এই ২৪ ক্যারেটের সোনার অন্য কোন ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বাড়ার বেশি থাকে। অপরদিকে, সোনার ক্যারেট যত কম হবে তাতে বেশি পরিমাণে খাদ মেশানো থাকে। যার ফলে গয়নাটি সম্পূর্ণ খাঁটি হয় না। এমনকি, সোনার সঙ্গে অন্য কোন ধাতু মেশানো থাকলে সোনার রঙও বদলে যায়।