এবার হাতের নাগালে সোনা! জলের দরে বিক্রি হচ্ছে ৯ ক্যারেট হলুদ ধাতু

Published on:

Published on:

Gold karat now gold is within reach 9-carat yellow metal is being sold at a bargain price

বাংলা হান্ট ডেস্ক: এবার সোনা প্রেমীদের জন্য সুখবর। এবার থেকে ৯ ক্যারেট সোনার (Gold Karat) বাধ্যতামূলকভাবে হলমার্কিং এর আওতায় আনা হয়েছে। বিগত কিছু দিন ধরে সোনার দাম আকাশ ছোঁয়া। যার ফলে চিন্তার ভাঁজ কপালে পড়েছে সাধারণ নাগরিকদের। পাশাপাশি আজও বিয়ে বা কোন শুভ অনুষ্ঠানে সোনার গয়নাকে সবচেয়ে বেশি জনপ্রিয় জিনিস হিসেবে দেখা হয়। সোনার দাম বৃদ্ধি পাওয়ায় মানুষ ২২ ক্যারেট সোনার গয়নার পরিবর্তে ১৮ ক্যারেট (karat) সোনার দিকে ঝুঁকছে।

জলের দরে ৯ ক্যারেট সোনা, খুশি ব্যবসায়ী ও ক্রেতারা (Gold karat)

বিগত কিছুদিন ধরে সোনার দাম বেশি থাকার ফলে চিন্তার ভাঁজ মাথায় পড়ে ছিল সাধারণ নাগরিকদের। তবে ৯ ক্যারেট সোনা বাধ্যতামূলক হওয়ায় কিছুটা হলেও নিশ্চিন্ত হয়েছে সাধারণ মানুষ। আর এই ৯ ক্যারেট সোনার স্বীকৃতি দিল কেন্দ্রীয় সরকার (central Government)। যার ফলে মধ্যবিত্ত থেকে নিম্ন মধ্যবিত্ত সকলে দামের মধ্যে হলুদ ধাতু কিনতে পারবে।

সম্প্রতি ৯ ক্যারেট সোনা হলমার্কিং নিয়ম চালু হওয়ায় সাধারণ মানুষ কিছুটা হলেও স্বস্তির নিঃশেষ ফেলেছে। বর্তমানে ৯ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে প্রায় ৩৭,০০০ টাকা। যা ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ৯৭,৮২৮ এর তুলনায় কম। এছাড়াও ৩% জিএসটি সহ, ৯ ক্যারেট সোনার খুচরা মূল্য প্রতি ১০ গ্রামে প্রায় ৩৮,১১০ টাকা।

Gold karat now gold is within reach 9-carat yellow metal is being sold at a bargain price

আরও পড়ুন: মাছ, শাক সবজির থেকে বেশি প্রোটিন এই ডালে, পুষ্টিবিদদের টিপস…

পাশাপাশি ৯ ক্যারেট (Carat) সোনার জন্য হলমার্কিং চালু করা হয়েছে। এর ফলে উৎসব ও বিবাহের মরশুমের আগে যা সোনা বিক্রির জন্য গুরুত্বপূর্ণ সময়। পাশাপাশি আগস্ট মাসে রাখি বন্ধন থেকে দীপাবলি পর্যন্ত শীতকালীন বিবাহ মরশুমে সোনার চাহিদা সাধারণত বেশি থাকে।

এছাড়াও, ৯ ক্যারেট সোনার গয়নায় হলমার্কিং রফতানি বৃদ্ধি করবে। কারণ এটি আন্তর্জাতিক মানের সঙ্গে সঙ্গতিপূর্ণ হবে। তাই বিদেশেও ৯ ক্যারেট সোনার চাহিদা রয়েছে। পাশাপাশি ৯ ক্যারেটের সোনার গয়নার জন্য হলমার্কিং বাধ্যতামূলক করা গ্রাহকদের নিরাপত্তা প্রদান করবে। এইসব কারণের ফলে সাধারণ মানুষের কাছে সোনা কেনা সহজ হবে বলে মনে করা হচ্ছে। আর সোনা (Gold) কেনার ফলে দেশের অর্থনীতিও উন্নত হবে।