বছরের শেষ মাসে সোনা ও রুপোর দামে বড় চমক! জানুন আজকের লেটেস্ট রেট

Published on:

Published on:

Gold Price a new surprise in the gold market at the end of the year
Follow

বাংলা হান্ট ডেস্ক: দেখতে দেখতে বছর শেষ হতে চলল। যদিও বছরের মাঝখানে সোনার দাম (Gold Price) ছিল আকাশ ছোঁয়া। যার ফলে মাথায় হাত পড়েছিল মধ্যবিত্তের। তবে বছরের শেষের দিকে এসে সোনার দামে মিলল স্বস্তি। কিছুটা হলেও কমেছে, হলুদ ধাতুর দর। আপনিও যদি এখন সোনার গহনা কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে একবার আজকের লেটেস্ট রেট দেখে নিন।

বছর শেষে সোনার বাজারে নয়া চমক, জানুন আজকের রেট (Gold Price)

সঞ্চয় হোক কিংবা অলংকার বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ জিনিস সোনা (Gold)। তাই কেনার ইচ্ছা না থাকলেও, সোনার দাম (Gold Price)
বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে তেমনি কমলে স্বস্তির শ্বাস ফেলে সাধারণ মানুষ। সূত্রের খবর, মধ্যপ্রাচ্য উত্তেজনার আবহের কারণে সোনার দামের ওঠা পড়া লেগেই রয়েছে। এছাড়াও ট্রাম্পের ট্যারিফ যুদ্ধ ও একাধিক কারণের জন্য সোনার দামের ওপর প্রভাব পড়ছে। তবে বছর শেষে কিছুটা কমেছে হলুদ ধাতুর দর। জেনে নিন আজকের গোল্ড প্রাইস।

Gold Price a new surprise in the gold market at the end of the year

আরও পড়ুন: শীতের ছুটিতে ঘুরে আসুন অক্স চা বাগান থেকে, সোনাদা থেকে মাত্র কয়েক মিনিটে

আজ ২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১২৭৮০টাকা (+১৪০)। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১২৭৮০০টাকা (+১৪০০)। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১৩৪৪৫ টাকা (+১৫০)। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১৩৪৪৫০টাকা (+১৫০০)। এছাড়াও আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১৩৩৮০টাকা (+১৫০)। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১৩৩৮০০টাকা (+১৫০০)।

সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ১৯৩৭০(+৩৯০) টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ১৯৩৭০০(+৩৯০০) টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ১৯৩৬০টাকা (+৩৯০)। ১০০ কেজি রুপোর বাটের দাম ১৯৩৬০০টাকা (+৩৯০০)।

সোনার ক্যারেট যত কমবে সেই সোনায় তত বেশি খাদ মেশানো হয়। যেমন ১৮ ক্যারেটের সোনায় ৭৫ শতাংশ সোনা থাকে এবং ২৫ শতাংশ অন্য ধাতু থাকে। তখন সোনার গয়নাটি পুরোপুরি খাঁটি হয় না।এছাড়াও সোনার সঙ্গে অন্য ধাতু মেশানো হলে সোনার রং বদলে যায়। প্রসঙ্গত, যারা সঞ্চয়ের জন্য সোনা গহনা কিংবা সোনার বার কেনেন তারা বরাবরই ২৪ ক্যারেটর পাকা সোনা কেনেন (Gold Price)।