বাংলা হান্ট ডেস্ক: ক্রমাগত সোনার দাম (Gold Price) বৃদ্ধি পেয়েই চলেছে। হলুদ ধাতুর দাম ক্রমাগত বৃদ্ধি পাওয়ার ফলে এবার দীপাবলী ও ধনতেরাসে সোনার বাজারে বড় ধাক্কা লেগেছে। তার ওপর পুজোর মরশুম সোনার দাম বৃদ্ধি পাওয়ায় কপালে ভাজ পড়েছে মধ্যবিত্তের। এক নজরে দেখে নিন আজকের হলুদ ধাতুর দর।
পুজোর মরশুমে ২২ ও ২৪ ক্যারেট সোনার নতুন দাম (Gold Price)
সোনার ক্যারেট যত কমবে সেই সোনায় তত বেশি খাদ মেশানো হয়। যেমন ১৮ ক্যারেটের সোনায় ৭৫ শতাংশ সোনা থাকে এবং ২৫ শতাংশ অন্য ধাতু থাকে। তখন সোনার গয়নাটি পুরোপুরি খাঁটি হয় না।এছাড়াও সোনার সঙ্গে অন্য ধাতু মেশানো হলে সোনার রং বদলে যায়। প্রসঙ্গত, যারা সঞ্চয়ের জন্য সোনা গহনা কিংবা সোনার বার কেনেন তারা বরাবরই ২৪ ক্যারেটর পাকা সোনা কেনেন।দেখুন আজকের রেট (Gold Price)।
আরও পড়ুন: অষ্টমী-নবমীর ঠাকুর দেখা জমবে এবার মেট্রো যাত্রায়, ব্লু লাইনের রুটম্যাপে থাকছে সেরা পুজোর ঠিকানা
আজকের বাজারে ২২ ও ২৪ ক্যারেট সোনার দাম কত?
সোমবার ২২ ক্যারেট সোনার দাম রয়েছে প্রতি গ্রাম ১০,৬৭০ টাকা। ২৪ ক্যারেট সোনার দাম রয়েছে প্রতি গ্রাম ১১, ৬৪০ টাকা। ১৮ ক্যারেট সোনার দাম প্রতি গ্রাম ৮,৭৩০ টাকা রয়েছে। এর সঙ্গে যুক্ত হবে জিএসটি। ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামের দাম ৮৫০ টাকা করে বেড়েছে।
এখনজরে রবিবারের সোনার ও রুপোর দাম দেখে নিন:
সোমবার ২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১০৯৮৫ টাকা (+১২৫)। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১০৯৮৫০টাকা (+১২৫০)। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১১৪৮৫ টাকা (+৬০)। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১১৪৮৫০টাকা (+৬০০)। এছাড়াও আজ আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১১৪২৫টাকা (+৫৫)। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১১৪২৫০টাকা (+৫৫০)।
সোনার পাশাপাশি রবিবার রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ১৪৩৯০(+৪৫৫) টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ১৪৩৯০০(+৪৫৫০) টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ১৪৩৮০টাকা (+৪৫৫)। ১০০ কেজি রুপোর বাটের দাম ১৪৩৮০০টাকা (+৪৫৫০)।
সোনা কেনার ক্ষেত্রে জুয়েলারিতে হলমার্কের চিহ্ন, হলমার্কিং এর বছর ও ক্যারেট এবং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডর্ডস (BIS)এর স্ট্যাম্প উল্লেখ থাকে। হলমার্কিং ছাড়াও সোনার দাম নির্ভর করে ক্যারেটের উপর। সবচেয়ে খাঁটি সোনা ২৪ ক্যারাটের হয়। এর অর্থ ওই সোনায় অন্য কোনও ধাতু মেশানো নেই।