বাংলা হান্ট ডেস্ক উৎসবের মরশুম শুরু হয়ে গেছে। তার মধ্যে বৃহস্পতিবার সোনার দাম (Gold Price) কমায় হাঁফ ছেড়ে বাঁচলেন আম জনতা। যদিও বুধবার সোনার দাম আকাশচুম্বী ছিল। কারণ বিগত কিছুদিন ধরে সোনার দাম ১ লাখের গণ্ডি পার করেছে। এই সোনার দাম বৃদ্ধি পাওয়ায় চিন্তার ভাঁজ পড়েছিল সাধারণ মানুষের মাথায়। এমনকি বিক্রেতারাও বেশ চিন্তায় পড়েছিল। তবে সপ্তাহের মাঝে কিছুটা দাম কমেছে হলুদ ধাতুর। দেখুন আজকের রেট।
তৃতীয়ার দিন বাজারে সোনার দাম কত যাচ্ছে দেখে নিন (Gold Price)
সোনা সঞ্চয় হোক কিংবা অলংকার বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ জিনিস (Gold)। তাই কেনার ইচ্ছা না থাকলেও, সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে তেমনি কমলে স্বস্তির শ্বাস ফেলে সাধারণ মানুষ। তবে মধ্যপ্রাচ্য উত্তেজনার আবহের কারণে সোনার দামের ওঠা পড়া লেগেই রয়েছে। এছাড়াও ট্রাম্পের ট্যারিফ যুদ্ধ ও একাধিক কারণের জন্য সোনার দামের ওপর প্রভাব পড়ছে। কিন্তু উৎসবের আবহে সোনার দাম কমায় হাঁফ ছেড়ে বাঁচল মধ্যবিত্তরা। এক নজরে দেখুন আজকের সোনার দাম (Gold Price)।
আরও পড়ুন: পুজোর শেষ পাতে হোক মিষ্টি ভাপা দই, দ্রুত ও সহজ রেসিপি দেখে বানিয়ে ফেলুন
বৃহস্পতিবার ২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১০৯২০ টাকা (+১৫)। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১০৯২০০ টাকা (+১৫০)। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১১৪৯০ টাকা (+১৫)। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১১৪৯০০টাকা (+১৫০)। এছাড়াও আজ আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১১৪৩০টাকা (+১৫)। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১১৪৩০০টাকা (+১৫০)।
সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। বৃহস্পতিবার ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ১৩৬১০(+১২২৫৬) টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ১৩৬১০০(+১২২৫৫৫) টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ১৩৬০০টাকা (+১২২৪৭)। ১০০ কেজি রুপোর বাটের দাম ১৩৬০০০টাকা (+১২২৪৬৫)।
প্রসঙ্গত সোনার ক্যারেট যত কমবে সেই সোনায় তত বেশি খাদ মেশানো হয়। সোনার সঙ্গে অন্য ধাতু মেশানো হলে সোনার রং বদলে যায়। প্রসঙ্গত, যারা সঞ্চয়ের জন্য সোনা গহনা কিংবা সোনার বার কেনেন তারা বরাবরই ২৪ ক্যারেটর পাকা সোনা কেনেন। তবে আজ কিছুটা সোনার দাম কম থাকলেও পরে সোনার দাম বাড়তে পারে বলে মনে করছেন ক্রেতা থেকে বিক্রেতারা।