শুক্রবারেও বেশ খানিকটা কমল সোনার দাম, বিয়ের মরশুমে পাল্লা দিয়ে ভিড় সোনার দোকানে

বাংলাহান্ট ডেস্কঃ সোনার দাম (gold price) কমলেই, মানুষের মুখে ফুটে ওঠে হাসির ঝলক। শুভ কাজে হোক কিংবা মানুষের বিপদে আপদে, সবকিছুতেই সোনার গহনা খুবই কার্যকরী। তাই আজকের দিনে সোনার দাম কি চলছে তা জানতে সকল স্তরের মানুষই আগ্রহী হন। তারউপর এখন আবার বিয়ের মরশুম, এই সময়ে সোনার দামের গ্রাফ নামলেই আগে গিয়ে সকলে ভিড় বাড়াচ্ছেন সোনার দোকানে।

gold jewellery gold prices gold purchases akshay tritiya wgc world gold council

বৃহস্পতিবারের পর শুক্রবারেও কিছুটা কমল সোনার দাম। বিকেল ৫ টা পর্যন্ত দামের এই ভারী পতন লক্ষ্য করা গেল।

কলকাতায় আজকের দিনে ২২ ক্যারেট সোনার দামের (today’s gold price) গ্রাফ নেমে দাঁড়িয়েছে ৪৮১৭০ টাকা প্রতি ১০ গ্রামে এবং প্রতি ১ গ্রামের দাম হচ্ছে ৪৮১৭ টাকা। গতকালের তুলনায় আজকের দিনে বেশ অনেকটাই কমেছে সোনার দাম। গ্রাম প্রতি প্রায় ১৯ টাকা কমেছে। অন্যদিকে ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম হচ্ছে ৫০৮৭০ টাকা এবং ১ গ্রামের দাম ৫০৮৭ টাকা।

fkfbkjnkjfhuie

অন্যান্য দিন কলকাতার তুলনায় দিল্লীতে সোনার দাম কম থাকলেও, কালকের পর আজকেও কিন্তু দিল্লীতে সোনার দাম বেশিই রয়েছে। আজ দিল্লীতে সোনার দাম ৪৮ হাজারের ঘরে এসে দাঁড়িয়েছে। ২২ ক্যারেট সোনার ১ গ্রামের দাম দাঁড়িয়েছে ৪৮২৫ টাকা এবং ১০ গ্রামের দাম ৪৮২৫০ টাকা।

অন্যান্য স্থান
আজকের দিনে দাঁড়িয়ে সবথেকে কম দাম রয়েছে কেরালা, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর সহ বেশ কয়েকটি স্থানে। ১ গ্রাম সোনার আজকের দাম ৪৬১০ টাকা এবং ১০ গ্রামের দাম ৪৬১০০ টাকা।

LWPJ100CR1020601 Silver Antique Alloy Necklace Set

রূপোর দাম
এবার আসি রূপোর দামের ক্ষেত্রে। আজকে সোনার দামের সঙ্গে কমেছে রূপোর দামও। আজকের রূপোর দাম (today’s silver price) ১ গ্রামের দাম ৬৭.৪০ টাকা এবং ১০ গ্রামের দাম ৬৭৪ টাকা।


Smita Hari

সম্পর্কিত খবর