বাংলা হান্ট ডেস্ক: আগস্ট মাসের শুরুর দিকে সোনার দাম কম থাকলেও আবারও সোনার দাম বৃদ্ধি পেল (Gold Price)। যার ফলে সাধারণ মানুষের মাথায় চিন্তার ভাঁজ নতুন ভাবে পড়ল। অথএব, এই মুহূর্তে সোনা কেনা মধ্যবিত্তের পকেটে টাকা নতুনভাবে চাপ সৃষ্টি করেছে। তো এক নজরে দেখে নিন আজকে বাজারে সোনার দাম কত।
এক নজরে দেখে নিন আজকের সোনার দাম (Gold Price)
সোনার দাম (Gold Price) প্রায় সেই ওঠানামা করে। সোনার দাম (Gold Price) বৃদ্ধি পেলে চিন্তার ভাঁজ করে সাধারণ মানুষদের। পাশাপাশি বিক্রেতারাও চিন্তায় পড়ে যান। এছাড়াও, মধ্যপ্রাচ্যীয় উত্তেজনার আবহের কারণে সোনার (Gold) দামে ওঠা পড়া লেগেই রয়েছে। এছাড়াও ট্রাম্পের ট্রাফিক যুদ্ধ ও একাধিক কারণে সোনার দামের ওপর প্রভাব পড়ছে।
আজ অর্থাৎ মঙ্গলবার ২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ৯৫৭০ টাকা (+৩৫)। ২২ ক্যারেট ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ৯৫৭০০টাকা (+৩৫০)। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১০০৬৫ টাকা (+৩৫)। ২৪ ক্যারেট ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১০০৬৫০টাকা (+৩৫০) । এছাড়াও আজ আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১০০১৫টাকা (+৩৫)। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার বাটের দাম ১০০১৫০টাকা (+৩৫০)।
আরও পড়ুন: পুজোর আগে চুলের সমস্যা থেকে মুক্তি পেতে চান! এই নিয়ম গুলো মানলে পাবেন সহজে মুক্তি
সোনার পাশাপাশি আজকের রুপোর দাম নিচে বলা হল। আজ ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ১১২৮০(+১২৫) টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ১১২৮০০ (+১২৫০) টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ১১২৭০ টাকা (+১২৫)। ১ কেজি রুপোর বাটের দাম ১১২৭০০ টাকা (+১২৫০)।
উল্লেখ্য, ভারতে যে কোন উৎসবে সোনা ( Gold) কেনা অথবা উপহার দেওয়ার রীতি রয়েছে। এমনকি সোনা কেনা কে শুভ কাজের সঙ্গে তুলনা করা হয়। আবার অনেকেই সোনাকে বিনিয়োগের মাধ্যম হিসেবেও দেখে। সেই ক্ষেত্রে সোনার দাম (Gold Price) বাড়লে (Increase) বিনিয়োগে মুনাফা বেশি পাওয়া যায়। কিন্তু সোনার দাম বাড়লে, সোনা কেনার ক্ষেত্রে চাপ বাড়ে নাগরিকদের।