বাংলা হান্ট ডেস্ক: বছর পড়তে না পড়তে সোনার দামে (Gold Price) আগুন। যার ফলে পকেটে চাপ পড়েছে মধ্যবিত্তের। তার ওপর সামনেই আসছে বিয়ের মাস। বিয়ের আগে হলুদ ধাতুর দর বেড়ে যাওয়ায় যথারীতি চিন্তায় পড়েছে মধ্যবিত্তরা। এই সময় আপনিও যদি গহনা কেনা পরিকল্পনা করেন, তাহলে দেখে নিন আজকের রেট।
ফের বেড়ে গেল সোনার দাম, দেখুন আজকের গোল্ড প্রাইস (Gold Price)
মধ্যবিত্তদের কাছে সোনা অত্যন্ত সঞ্চয়ের জিনিস। সোনা যে কেবলমাত্র গয়না হিসেবে ব্যবহৃত হয় তা নয়। অনেকে সঞ্চয়ের জন্য সোনা কিনে থাকে। তবে সোনার দাম (Gold Price) বাড়লে মধ্যবিত্তদের চিন্তা বেড়ে যায়। আর বর্তমানে হলুদ ধাতুর দাম যে পর্যায়ে পৌঁছেছে তাতে মধ্যবিত্তদের প্রায় ধরা ছোঁয়ার বাইরে চলে গিয়েছে সোনা কেনা। শুধুমাত্র যে সোনার দাম বেড়েছে তা নয় সোনার পাশাপাশি বেড়েছে রুপোর দাম।

আরও পড়ুন: উচ্চ মাধ্যমিকের প্রস্তুতিতে ডিজিটাল মোড়! অভিনব উদ্যোগ শিক্ষা সংসদে
২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১৩১৪০ টাকা (+১৪০)। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৩১৪০০ টাকা (+১৪০০)। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১৩৮২৫ টাকা (+১৪৫)। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১৩৮২৫০ টাকা (+১৪৫০)। এছাড়া আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১৩৭৬০ টাকা (+১৫০)। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১৩৭৬০০ টাকা (+১৫০০)।
সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ২৪২৯৫ (+৩৪০) টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ২৪২৯৫০(+৩৪০০) টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ২৪২৮৫ টাকা (+৩৪০)। ১০০ কেজি রুপোর বাটের দাম ২৪২৮৫০ টাকা (+৩৪০০)।
সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত এই ২৪ ক্যারেটের সোনার অন্য কোন ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম (Gold Price) বেশি থাকে। অপরদিকে, সোনার ক্যারেট যত কম হবে তাতে বেশি পরিমাণে খাদ মেশানো থাকে। যার ফলে গয়নাটি সম্পূর্ণ খাঁটি হয় না।












