বাংলা হান্ট ডেস্ক: অলংকার হোক কিংবা সঞ্চয় প্রতিটি মানুষের জীবনে সোনা গুরুত্বপূর্ণ জিনিস। তাই কেনার ইচ্ছে থাকলেও, সোনার দাম ( Gold Price) বৃদ্ধি পেলে কপালে চিন্তার ভাঁজ করে ক্রেতা থেকে বিক্রেতাদের। পাশাপাশি সোনার দামের ওঠা পড়া লেগেই রয়েছে। রাখি পূর্ণিমার দিন বঙ্গের সোনার দাম কত হয়েছে এক নজরে দেখে নিন।
রাখি পূর্ণিমার দিন হলুদ ধাতুর দর কত যাচ্ছে? (Gold Price)
সপ্তাহের শেষে কিছুটা কমল সোনার দাম (Gold Price)। এর আগে বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি আগস্ট মাসের প্রথম দিকে সোনার দাম কম থাকলো কিছুদিন ধরে সোনার দাম বেড়ে গিয়েছিল। এমনকি গত কয়েক দিন সোনার দাম ১ লাখের কাছাকাছি ছিল। এই সোনার দাম বৃদ্ধি পাওয়ায় চিন্তার ভাঁজ পড়েছিল সাধারণ মানুষদের মাথায়। এমনকি বিক্রেতারাও বেশ চিন্তায় পড়েছে। এক নজরে দেখে নিন আজকের সোনার দাম কত।
বর্তমানে চলছে বিয়ে ও উৎসবের মরশুম। এর মাঝে সোনার দাম (Gold Price) বৃদ্ধি পাওয়া পকেটে চাপ পড়েছে মধ্যবিত্তদের। শনিবার ২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ৯৭০৫ টাকা (+৫৫)। ২২ ক্যারেট ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ৯৭০৫০টাকা (+৫৫০)। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১০২১০ টাকা (+৫৫)। ২৪ ক্যারেট ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১০২১০০টাকা (+৫৫০)। এছাড়াও আজ আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১০১৬০টাকা (+৫৫)। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার বাটের দাম ১০১৬০০টাকা (+৫৫০)।
আরও পড়ুন: পুজোয় বন্ধুরা পাহাড়ে যাওয়ার প্ল্যানিং করছেন? কাছেই ঘুরে আসুন এই অফবিট জায়গা গুলো থেকে
সোনার পাশাপাশি আজকে রুপোর দাম (Silver Price) নিচে আলোচনা করা হল। শনিবার ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ১১৬৩০(+১৩৫) টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ১১৬৩০০ (+১৩৫০) টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ১১৬২০ টাকা (+১৩৫)। ১ কেজি রুপোর বাটের দাম ১১৬২০০ টাকা (+১৩৫০)।
সোনার (Gold) মান নির্ধারণ করা হয় ক্যারেটের (Karat) উপরে। সোনার ক্যারেট যত কমবে সেই সোনায় তত বেশি খাদ মেশানো হয়। যেমন ১৮ ক্যারেটের (Karat) সোনায় ৭৫ শতাংশ সোনা থাকে এবং ২৫ শতাংশ অন্য ধাতু থাকে। গয়নার সোনা পুরোপুরি খাঁটি হয় না। সোনার সঙ্গে অন্য ধাতু মেশানো হচ্ছে তার উপর নির্ভর করেই সোনার রং বদলে যায়। এমনকি, সোনার সঙ্গে অন্য কোন ধাতু মেশানো থাকলে সোনার রঙও বদলে যায়। এছাড়াও আন্তর্জাতিক বাজারের হার, আমদানি শুল্ক ও কর, চাহিদা ও সরবরাহের ভারসামের উপর ভিত্তি করে সোনার দাম নির্ধারণ হয়।