বাংলা হান্ট ডেস্ক: পুজোর আগে হাঁফ ছেড়ে বাঁচলেন আম জনতা। সপ্তাহের শেষে কিছুটা কমল সোনার দাম (Gold Price)। যদিও চলতি সপ্তাহে কিছুটা কমেছেে সোনার দাম। কিন্তু মাঝখানে সোনার দাম বেড়ে গিয়েছিল। তবে সোনার দাম কিছুটা কমলেও এখনো লাখের গণ্ডিতে রয়েছে সোনা (Gold)। এমনকি গত কয়েক দিন ধরে সোনার দাম ১ লাখের গণ্ডি পার করেছে। এই সোনার দাম বৃদ্ধি পাওয়ায় চিন্তার ভাঁজ পড়েছিল সাধারণ মানুষের মাথায়। এমনকি বিক্রেতারাও বেশ চিন্তায় পড়েছে। এক নজরে দেখে নিন আজকের গোল্ড প্রাইস।
সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে সোনার দাম কত যাচ্ছে বাজারে, দেখুন (Gold Price)
সোনা (Gold) কেনার ক্ষেত্রে জুয়েলারিতে হলমার্কের চিহ্ন, হলমার্কিং এর বছর ও ক্যারেট এবং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডর্ডস (BIS)এর স্ট্যাম্প উল্লেখ থাকে। এই ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডর্ডস হলো এমন একটি সার্টিফিকেট যা নিশ্চিত করে গয়নাটি ব্যুরো কর্তৃক নির্ধারিত মান অনুযায়ী তৈরি হয়েছে কিনা। এছাড়াও যারা সঞ্চয়ের জন্য সোনা কিংবা সোনার বার কেনেন তারা বরাবরই ২৪ ক্যারেটর পাকা সোনা কেনেন। সূত্রের খবর,এই সোনার দাম কমায় স্বর্ণ ব্যবসায়ীরা মনে করছেন আগামী দিনে আবারও সোনার দাম (Gold Price) আবার বাড়তে পারে। দেখুন আজকের রেট।
আরও পড়ুন: যাত্রী চাপ সামলাতে, পুজোয় শিয়ালদহ শাখায় গ্যালপিং পরিষেবা বন্ধের ঘোষণা রেলের
রবিবার ২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১০৫০০ টাকা (+৫)। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১০৫০০০ টাকা (+৫০)। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১১০৪৫ টাকা (+৫)। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১১০৪৫০টাকা (+৫০)। এছাড়াও আজ আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১০৯৯০টাকা (+৫০)। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১০৯৯০০টাকা (+৫০)।
সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। রবিবার ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ১২৮৮০(+৪০) টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ১২৮৮০০(+৪০০) টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ১২৮৭০ টাকা (+৪০)। ১০০ কেজি রুপোর বাটের দাম ১২৮৭০০টাকা (+৪০০)।
সঞ্চয় হোক কিংবা অলংকার বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ জিনিস সোনা। তাই কেনার ইচ্ছা না থাকলেও, সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে সাধারণ মানুষদের। তেমনি দাম কমলে রেহাই পায় জনতা। সূত্রের খবর, মধ্যপ্রাচ্য উত্তেজনার আবহের কারণে সোনার দামের ওঠা পড়া লেগেই রয়েছে। এমনকি ট্রাম্পের ট্যারিফ যুদ্ধ ও একাধিক কারণের জন্য সোনার দামের ওপর প্রভাব পড়ছে। তবে উৎসবের মরশুমের আগে সোনার দাম (Gold Price) কিছুটা কমায় সত্যি নিঃশ্বাস ফেলছেন সাধারণ মানুষ।