সোনার দাম আকাশচুম্বী! আবারও চাপ পড়ল মধ্যবিত্তের পকেটে, ১গ্ৰাম হলুদ ধাতুর দর কত?

Published on:

Published on:

Gold Price big change over the weekend know the price of 22 and 24 carat yellow metal

বাংলা হান্ট ডেস্ক: দুঃসংবাদ মধ্যবিত্তদের জন্য। সাপ্তাহিক ভিত্তিতে রবিবার বেড়েছে সোনার দাম (Gold Price)। হলুদ ধাতুর দাম বৃদ্ধি পাওয়ায় আবারও চিন্তার ভাঁজ মাথায় পড়েছে সাধারণ নাগরিকদের। আসুন জেনে নেওয়া যাক আজকে বাজারে সোনার দাম কত।

এক নজরে দেখে নিন আজকের সোনার দাম কত? (Gold Price)

ভারতের যে কোন অনুষ্ঠানে সোনা কেনার প্রচলন আছে। সঞ্চয় হোক কিংবা অলংকার বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ জিনিস সোনা। তাই কেনার ইচ্ছা না থাকলেও, সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে সাধারণ মানুষদের। তেমনি দাম কমলে রেহাই পায় জনতা। জানুন আজকের সোনার দাম (Gold Price)।

রবিবার ২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ৯৬০০টাকা (+৯৫)। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ৯৬০০০টাকা (+৯৫০)। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১০১০০টাকা (+১০০)। ২৪ ক্যারেট ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১০১০০০টাকা (+১০০০)।

এছাড়াও আজ আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১০০৫০টাকা (+১০০)। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১০০৫০০টাকা (+১০০০)। সোনার পাশাপাশি রুপোর কথা বলতে গেলে এ সপ্তাহের রুপোর দাম বেড়েছে ৩৮০০ টাকা। রবিবার ১ কেজি রুপোর দাম (Silver Price) পড়ছে ১২০০০০ টাকা।

Gold Price big change over the weekend know the price of 22 and 24 carat yellow metal

আরও পড়ুন: রবিবার অতিথিদের চমকে দিন বিহারের বিখ্যাত চম্পারণ মটনে, অল্প উপকরণেই হয়ে যাবে দারুণ এই রেসিপি

কলকাতার পাশাপাশি দেশের অন্যান্য শহরের মধ্যে মুম্বাই ও চেন্নাইয়ে ২২ ও ২৪ ক্যারাটের সোনার দাম একই আছে। এছাড়াও সোনা কেনার ক্ষেত্রে জুয়েলারিতে হলমার্কের চিহ্ন, হলমার্কিং এর বছর ও ক্যারেট এবং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডর্ডস (BIS)এর স্ট্যাম্প উল্লেখ থাকে। হলমার্কিং ছাড়াও সোনার দাম নির্ভর করে ক্যারেটের (Karat) উপর। সবচেয়ে খাঁটি সোনা ২৪ ক্যারাটের হয়। এর অর্থ ওই সোনায় অন্য কোনও ধাতু মেশানো নেই।

পাশাপাশি, ভারতে যে কোন উৎসবে সোনা কেনা অথবা উপহার দেওয়ার রীতি রয়েছে। এমনকি সোনা কেনা কে শুভ কাজের সঙ্গে তুলনা করা হয়। হলুদ ধাতু (Gold) মধ্যবিত্তদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধুমাত্র যে গয়না হিসেবে সোনাকে দেখা হয় তা কিন্তু নয়। ভবিষ্যতের সঞ্চয় হিসেবেও অনেকে সোনা কিনে রাখেন। তবে উৎসবের মরশুমের আগে সোনার দাম বৃদ্ধি পাওয়ায় কিছুটা হলেও চাপের মুখে পড়েছেন ক্রেতা থেকে বিক্রেতা সকলেই।