ক্রমাগত ঊর্ধ্বমুখীর পর এক ধাক্কায় নামল সোনার দাম, দেখে নিন আজকের রেট চার্ট

Published on:

Published on:

Gold Price big fall how much will it cost to buy 1 bar of gold know todays rate chart

বাংলা হান্ট ডেস্ক: বিশ্ব অর্থনীতির নানা পরিবর্তনের সঙ্গে সোনার দাম ওঠানামা করতে থাকে। সোনা কেনার সময় হলমার্কের চিহ্ন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও হলমার্কিং এর বছরেও ক্যারেট এবং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডর্ডস (BIS)এর স্ট্যাম্প উল্লেখ থাকে। সোনার দাম (Gold Price) বাজার কখনো স্থির নয়। একনজরে দেখে নিন আজকে বাজারে হলুদ ধাতুর দর কত।

আগস্টের দ্বিতীয় সপ্তাহে সোনার দামে বড় পরিবর্তন, দেখুন আজকের গোল্ড রেট (Gold Price)

বাজারে সোনা (Gold price) ও রুপোর (Silver Price) ক্রমাগত দামের ওঠানামা করছে। এমনটি বর্তমানে ২৪ ক্যারেট সোনার দাম ১ লাখের গণ্ডি পার করেছে। এমনকি ২২ ক্যারেট সোনার দাম পার করেছে ৯০ হাজারের গণ্ডি। তবে চলতি সপ্তাহের শুরুতে সোনার দাম কিছুটা কমেছে।

প্রসঙ্গত, সোনা (Gold) কতটা খাটি তা নির্ভর করে ক্যারেটের (Karat) উপরে। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত এই ২৪ ক্যারেটের সোনার অন্য কোন ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট (Karat) সোনার দাম বাড়ার বেশি থাকে। অপরদিকে, সোনার ক্যারেট যত কম হবে তাতে বেশি পরিমাণে খাদ মেশানো থাকে। যার ফলে গয়নাটি সম্পূর্ণ খাঁটি হয় না। এক নজরে আজকে সোনার দাম কত জানুন।

Gold Price big fall how much will it cost to buy 1 bar of gold know todays rate chart

আরও পড়ুন: দুবাই-কুয়েতে বাড়ছে গোবিন্দ ভোগ চালের চাহিদা, লাভের আশায় ধান চাষীরা

আজ বাজারে ২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ৯৫২০ টাকা। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১০০২২ টাকা। আজ ২২ক্যারেট ১ গ্ৰাম সোনা বেচলে আপনি পাবেন ৯১২০ টাকা। ১৮ ক্যারেটের ১ গ্ৰাম সোনার দাম ৭৮১৫ টাকা। সোনার পাশাপাশি আজকে রুপোর ১ কেজির দাম ১১৪৩৩৫। সোনার দাম কমায়, স্বর্ণ শিল্প বাঁচাও কমিটির ওয়ার্কিং প্রেসিডেন্ট সমর দে জানান, বর্তমানে সোনার দাম কিছুটা কমলেও, আগামী দিনে আবারও সোনার দাম বাড়তে পারে।

বিশেষজ্ঞদের মতে সোনার দাম বর্তমানে কম থাকলেও আগামী দিনে বাড়তে পারে। এছাড়াও তাদের মতে সোনার দাম কমার ফলে যারা ইতিমধ্যে সোনা কিনে ফেলেছেন তাদের আশঙ্কা করার কিছু নেই। কিন্তু যারা কিনবেন ভাবছেন, তাদের অপেক্ষা না করার পরামর্শ দিয়েছেন তাঁরা।