সোনার দামে পতন! বছর শেষে মধ্যবিত্তের মুখে স্বস্তির নিঃশ্বাস, জানুন আজকের লেটেস্ট রেট

Published on:

Published on:

Gold Price
Follow

বাংলা হান্ট ডেস্ক: মধ্যবিত্তের কাছে সোনা সবসময় মূল্যবান জিনিস। তবে চলতি বছরের মাঝখানে হলুদ ধাতুর দর আকাশছোঁয়া হয়েছিল। যার ফলে চিন্তার ভাঁজ মাথায় পড়ে ছিল মধ্যবিত্তের। তবে বছর শেষ হলুদ ধাতুর দর কিছুটা কমায় অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ক্রেতা থেকে বিক্রেতা সকলে। আপনি যদি আজকে গহনা কেনা পরিকল্পনা করে থাকেন তাহলে একবার লেটেস্ট রেট দেখে নিন (Gold Price)।

সপ্তাহজুড়ে সোনার দামে বড় পতন—কলকাতায় আজ রেট কত? (Gold Price)

সঞ্চয় হোক কিংবা অলংকার বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ জিনিস সোনা (Gold)। তাই কেনার ইচ্ছা না থাকলেও, সোনার দাম বৃদ্ধি পেলে কপালে চিন্তার ভাঁজ পড়ে সাধারণ মানুষদের। সূত্রের খবর, মধ্যপ্রাচ্য উত্তেজনার আবহের কারণে সোনার দামের ওঠা পড়া লেগেই রয়েছে। এমনকি ট্রাম্পের ট্যারিফ যুদ্ধ ও একাধিক কারণের জন্য সোনার দামের ওপর প্রভাব পড়ছে। দেখুন আজকের লেটেস্ট রেট (Gold Price)।

Gold Price big fall throughout the week, know todays rate

আরও পড়ুন: চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর, SBI-র প্রচুর শূন্যপদে নিয়োগ, এভাবে করুন আবেদন

২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১১২৬৪৫টাকা (-১০)। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১২৬৪৫০টাকা (-১০০)। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১৩৩০০ টাকা (-১৫)। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১৩৩০০০টাকা (-১৫০)। এছাড়াও আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১৩২৩৫টাকা (-১৫)। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১৩২৩৫০টাকা (-১৫০)।

সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ২০৪৮০(৩৭০) টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ২০৪৮০০(৩৭০০) টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ২০৪৭০টাকা (৩৭০)। ১০০ কেজি রুপোর বাটের দাম ২০৪৭০০টাকা (৩৭০০)।

এই সোনার দাম (Gold Price) কমায়, স্বর্ণ শিল্প বাঁচাও কমিটির ওয়ার্কিং প্রেসিডেন্ট সমর দে জানান, বর্তমানে সোনার দাম কিছুটা কমলেও, আগামী দিনে আবারও সোনার দাম বাড়তে পারে।এমনকি, সোনার দাম বর্তমানে কম থাকায় আগামী দিনে বাড়তে পারার আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।