সমস্ত রেকর্ড ভেঙে দিল সোনা! দাম ছাড়িয়েছে ৬৫,০০০-এর গণ্ডি, মাথায় হাত ক্রেতাদের

বাংলা হান্ট ডেস্ক: সোনার দাম (Gold Price) এবার বৃদ্ধি পাচ্ছে হু হু করে। বুধবারও এই দামে বিরাট বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে। যার জেরে প্রবল সমস্যায় পড়েছেন গ্রাহকেরা। শুধু তাই নয়, সোনার ক্রমবর্ধমান এই দামের কারণে চিন্তায় রয়েছেন স্বর্ণ ব্যবসায়ীরাও। ইতিমধ্যেই দেশের রাজধানী দিল্লিতে ২৪ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম ১৫০ টাকা বেড়ে ৬৫,১৫০ টাকা হয়েছে।

সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, একটানা ২ দিন ধরেই সোনার দাম বেড়েছে এবং এখনও পর্যন্ত এই দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। তবে, রুপোর দাম প্রতি কেজিতে ৪০০ টাকা কমে ৭৪,৫০০ টাকা হয়েছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য যে, এর আগে রুপোর দাম ছিল প্রতি কেজিতে ৭৪,৯০০ টাকা। এইচডিএফসি সিকিউরিটিজ এই তথ্য দিয়েছে।

Gold price broke all records

২২,২০, ১৮ এবং ১৪ ক্যারেট সোনার দাম: ইন্ডিয়ান বুলিয়ন জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (India Bullion and Jewellers Association Ltd.) মতে, ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে দাঁড়িয়ে রয়েছে ৬২,৯৫০ টাকায়। পাশাপাশি, ২০ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম হল ৫৭,৪০০ টাকা। এদিকে,১৮ ক্যারেট ও ১৪ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম হল যথাক্রমে ৫২,২৪০ এবং ৪১,৬০০ টাকা।

আরও পড়ুন: উচ্চতা মাত্র ৩ ফুট! MBBS পড়ার জন্য ছুটতে হয়েছে আদালতেও, আজ চিকিৎসক হয়ে নজির গড়লেন গণেশ

আন্তর্জাতিক বাজারে সোনা ও রুপোর দাম: উল্লেখ্য যে, আন্তর্জাতিক বাজারে সোনা-রুপোর দাম বৃদ্ধি পেয়েছে। ২৪ ক্যারেট সোনার দর সামান্য বেড়ে আউন্স প্রতি ২,১৪১ ডলারে পৌঁছেছে এবং রুপোর দামও প্রতি আউন্সে কিছুটা বৃদ্ধির কারণে ২৪ ডলারে রয়েছে। এমতাবস্থায়, বিশেষজ্ঞরা জানিয়েছেন বাজার বর্তমানে মার্কিন ফেডের কমেন্ট্রির অপেক্ষায় রয়েছে। এই কারণে সোনার দাম বাড়তে দেখা যাচ্ছে।

আরও পড়ুন: চলমান টেস্ট সিরিজের মাঝেই অবসর ঘোষণা এই ভারতীয় খেলোয়াড়ের! নিয়েছেন ৫৪২ টি উইকেট

ফিউচার মার্কেটে সোনা ও রুপোর দাম: তবে, ফিউচার মার্কেটে সোনা ও রুপোর দামে পতন দেখা গেছে। ট্রেডিং সেশনে, সোনার দাম প্রতি ১০ গ্রামে ৪৪ টাকা কমে ৬৪,৮০১ টাকা হয়েছে। রুপোর অবস্থাও একই রকম। সেক্ষেত্রে প্রতি কেজিতে রুপোর দাম ৮৩ টাকা কমে ৭৩,২৯১ টাকা হয়েছে। মূলত, ট্রেডার্সের তরফে পজিশন কম করার বিষয়টিই ফিউচার মার্কেটে সোনা ও রুপোর দাম কমার অন্যতম কারণ হয়ে উঠেছে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর