বাংলাহান্ট ডেস্ক : উৎসবের মরশুম শেষ হলেই শুরু হয়ে যাবে বিয়ের সিজন। আর বিয়ে মানেই সোনার (Gold Price) দোকানে বাড়বে ভিড়। গত কয়েক মাসে যে হারে সোনার দাম বেড়েছে তাতে কপালে চওড়া ভাঁজ পড়েছে মধ্যবিত্তের। সোনার দাম (Gold Price) অনেকদিন আগেই ছাড়িয়ে গিয়েছে লক্ষের গণ্ডি। পুজোর মধ্যে সোনার দরের হালহকিকত কেমন?
উৎসবের মাঝে বড় বদল সোনার দামে (Gold Price)
পুজোর শুরুতেও বাড়তে দেখা গিয়েছিল সোনার দাম (Gold Price)। গত কয়েকদিন ধরে কার্যত হলুদ ধাতুর দাম আকাশছোঁয়া হয়ে রয়েছে। নবমীতেও ফের বাড়ল সোনার দাম। নবরাত্রিতে সোনার দাম (Gold Price) রীতিমতো আগুন হয়ে রয়েছে। কলকাতায় কত করে চলছে সোনার দর?
কলকাতায় কত চলছে দর: কলকাতায় এদিন ১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম রয়েছে ১০৮৭৫ টাকা। আর ১০ গ্রামের দাম রয়েছে ১০৮৭৫০ টাকা। গতকালের থেকে একধাক্কায় ১১০০ টাকা বেড়েছে দাম। ২৪ ক্যারেট ১ গ্রাম সোনার দাম এদিন রয়েছে ১১৮৬৪ টাকা। ১০ গ্রাম সোনার দাম (Gold Price) রয়েছে ১১৮৬৪০ টাকা। গতকালের থেকে দাম বেড়েছে ১২০০ টাকা।
আরও পড়ুন : উৎসবের আবহে মিষ্টিমুখের সুযোগ, ফের DA বাড়ল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের
অন্য শহরে কত চলছে দাম: বুধবার দিল্লিতেও বেড়েছে সোনার দাম। রাজধানীতে ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম (Gold Price) রয়েছে ১১৭৬০০ টাকা। ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম রয়েছে ১০৭৮১০ টাকা। অন্যদিকে মুম্বই এবং চেন্নাইয়ে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম রয়েছে ১০৭৬৬০ টাকা।
আরও পড়ুন : নবমী নিশিতে ফের দুর্যোগের ঘনঘটা, পুজোর শেষলগ্নে ‘ভিলেন’ হবে বৃষ্টি?
বিভিন্ন কারণে সোনার দামের ওঠাপড়া লেগে থাকে মার্কেটে। একাধিক বিষয় প্রভাব ফেলে ভারতে সোনার দামের ক্ষেত্রে। স্থানীয় চাহিদা, ভারতীয় রুপি ও মার্কিন ডলারের মধ্যে বিনিময়, ধনতেরাস, দীপাবলির মতো উৎসবের ক্ষেত্রে সোনার দামে প্রভাব পড়ে।