বাংলা হান্ট ডেস্ক: দিনকে দিন সোনার দাম ঊর্ধ্বমুখী। তবে বাংলার বাজারে গত কয়েকদিন ধরেই সোনার দাম বেড়েই চলেছে। যার ফলে কাল ঘাম ছুটছে জন সাধারনের। আজ ২৩ জুলাই বুধবার সোনার দাম (Gold Price) আবারও বেড়ে গেল বাংলায়। আজ কিনতে কত খরচ হবে ? দেখুন নতুন রেটচার্ট।
আরও দামি হল সোনার দাম, দেখুন আজকের রেট চার্ট (Gold Price)
বুধবার ২২ ক্যারেট ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) পড়ছে ৯৫৩৫ টাকা (+৮৫)। ২২ ক্যারেট ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম পড়ছে ৯৫৩৫০ টাকা (+৮৫০)। আজ ২৪ ক্যারেট ১ গ্ৰাম খুচরো পাকা সোনার দাম ১০০৩০ টাকা (+৮৫)। ২৪ ক্যারেট ১০ গ্ৰাম খুচরো পাকা সোনার দাম ১০০৩০০ টাকা (+৮৫০)। এছাড়াও, আজ ২৪ ক্যারেট পাকা সোনার বাটের ১ গ্ৰামের দাম ৯৯৮০ টাকা (+৮৫)। ২৪ ক্যারেট পাকা সোনার বাটের ১০ গ্ৰামের দাম ৯৯৮০০ টাকা (+৮৫০)। সোনার পাশাপাশি আজ রুপোর দামও বৃদ্ধি পেয়েছে। আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ১১৫০৫ টাকা (+১৩০)। ১কেজি রুপোর বাটের দাম ১১৫০৫০ টাকা (+১৩০০)। পাশাপাশি, ১০০ গ্ৰাম খুচরো রুপোর দাম ১১৫১৫ (+১৩০)। ১কেজি খুচরো রুপোর দাম যথাক্রমে ১১৫১৫০ টাকা (+১৩০০) ।
প্রসঙ্গত, গতকাল অর্থাৎ মঙ্গলবার সোনা (Gold) ও রুপোর (Silver) দাম ছিল যথাক্রমে- ২২ ক্যারেট ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) পড়েছে ৯৪৫০ টাকা (+৩৫)। ২২ ক্যারেট ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম পড়েছে ৯৪৫০০ টাকা (+৩৫০)। ২৪ ক্যারেট ১ গ্ৰাম খুচরো পাকা সোনার দাম ৯৯৪৫ (+৪০) টাকা। ২৪ ক্যারেট ১ গ্ৰাম খুচরো পাকা সোনার দাম ৯৯৪৫০ (+৪০০) টাকা। ২৪ ক্যারেট পাকা সোনার বাটের ১ গ্ৰামের দাম ৯৮৯৫ টাকা (+৪০) ও ১০ গ্ৰাম পাকা সোনার বাটের দাম যথাক্রমে ৯৮৯৫০ (+৪০০) টাকা। এছাড়াও, গতকাল ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ১১৩৭৫ (+৭৫) টাকা ও ১ কেজি রুপোর বাটের দাম ১১৩৭৫০ (+৭৫০) টাকা। মঙ্গলবার ১০০ গ্ৰাম খুচরো রুপোর দাম (Silver Price) ১১৩৮৫ (+৭৫) টাকা ও ১ কেজির দাম ১১৩৮৫০ (+৭৫০) টাকা।
আরও পড়ুন: সমুদ্রেতটে নির্জনতা উপভোগ করতে চান! ঘুরে আসতে পারেন ওড়িশার এই অফবিট জায়গা থেকে
উল্লেখ্য, সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের (Carat) উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত এই ২৪ ক্যারেটের (Carat) সোনার অন্য কোন ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বাড়ার বেশি থাকে। অপরদিকে, সোনার ক্যারেট যত কম হবে তাতে বেশি পরিমাণে খাদ মেশানো থাকে। যার ফলে গয়নাটি সম্পূর্ণ খাঁটি হয় না। এমনকি, সোনার সঙ্গে অন্য কোন ধাতু মেশানো থাকলে সোনার রঙও বদলে যায়। এছাড়াও, বাণিজ্যিক যুদ্ধের কারণে সোনার দাম ওঠানামা করছে। তবে বিয়ের মরশুমে সোনার দাম দ্রুত ওঠানামা করায় অসুবিধার মুখে পড়ছে আম জনতা।