বাংলা হান্ট ডেস্কঃ গত কয়েকদিন সমানে দাম বাড়ছে সোনার। কমার নামই নিচ্ছে না হলুদ ধাতুর দর। আর তার সাথেই বাড়ছে চিন্তা। সঞ্চয় হোক বা গহনা, বাঙালির জীবনে বিশেষ গুরুত্বপূর্ণ সোনা (Gold Price)। চলতি বছরের শুরু থেকেই উর্দ্ধমুখী হলুদ ধাতু। বছর শেষে এসেও স্বস্তি মিলছে না। একের পর এক রেকর্ড ভাঙছে সোনার দাম।
সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে, তেমনই সস্তা হলে চিন্তা কমে। আজ ১৫ ডিসেম্বর অবশ্য সোনার দাম কমেছে কিছুটা। কত করে হল? ১ গ্রাম সোনা কিনতে কত খরচ পড়বে? রুপোলি ধাতুতে কতটা সাশ্রয়? দেখে নিন।
এক নজরে দেখে নিন রেটচার্ট (Gold Price)
সপ্তাহের শুরুতে কিছুটা স্বস্তি। মিলল সুখবর। সামান্য হলেও কমল সোনার দাম। আজ ১ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম হয়েছে ১২২৭৪ টাকা। ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম হয়েছে ১২২৭৪০ টাকা। কিছুটা দাম কমেছে এদিন। ১০০ টাকা দাম কমেছে।
২৪ ক্যারাট সোনার দামও এদিন কিছুটা কমেছে।এদিন এক গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম হয়েছে ১৩৩৯০ টাকা। আর ২৪ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম হয়েছে ১৩৩৯০০ টাকা। একদিনে দাম কমেছে ১০০ টাকা। খুবই সামান্য হলেও কিছুটা দাম পড়েছে এদিন।

উল্লেখ্য, সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের (Karat) উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত ২৪ ক্যারেটের সোনায় অন্য কোনও ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বেশি থাকে। আর ২২ ক্যারেটের দাম কিছুটা কম থাকে।
চলতি বছরের শুরু থেকেই দেশজুড়ে ২২ ও ২৪ ক্যারাট সোনার দাম সমানে বাড়ছে। শেষে এসেও একই ধারা। এদিনও তা এক লক্ষ টাকার অনেক উপরে। কবে তা এক লাখের নিচে কমবে তা জানা নেই কারোর। বিশেষজ্ঞদের অনুমান, আসন্ন সময়ে সোনার দাম (Gold Price) আরও বাড়তে পারে, কমার সম্ভাবনা নেই।

হলুদ ধাতুর রেকর্ড দাম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে ২০২৬ সালে। এমনটাই অনুমান। বিশেষজ্ঞরা বলছেন আগামী বছর অর্থাৎ ২০২৬ সালে সোনার দাম আরও ৫% – ১৬% বৃদ্ধি পেতে পারে। অর্থাৎ নয়া উচ্চতায় পৌঁছবে সোনার দাম।
আরও পড়ুন: বড় চমক ২০২৬ এর সোনা-রুপোর দামে! ছুঁতে পারে নতুন মাইলস্টোন পূর্বাভাস বিশেষজ্ঞদের
রুপোর দাম
এদিন রুপোর দামও কিছুটা কমেছে। রবিবারের পর সোমেও রুপোর দামে স্বস্তি। যদিও রুপোলি ধাতুও প্রায় দু লক্ষ ছুঁইছুঁই। সোমবার ১০০ গ্রাম রুপোর দাম হল ১৯৭৯০ টাকা। আর ১ কেজি রুপোর দাম হয়েছে, ১৯৭৯০০ টাকা। একদিনে দাম ১০০ টাকা কমেছে।












