বাংলা হান্ট ডেস্কঃ ২০২৫ সালে নয়া রেকর্ড হয়েছে সোনার দামে। রুপো পূর্বের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। বিশেষজ্ঞদের অনুমান, ২০২৬ সালে সোনার দাম (Gold Price) নয়া উচ্চতায় পৌঁছে যাবে। ৫% – ১৬% বৃদ্ধির অনুমান করা হয়েছে। তবে এরই মধ্যে ছুটির দিনে কমল সোনার। রবিবার ফের সস্তা হল হলুদ ধাতু।
সঞ্চয় হোক বা গহনা, বাঙালির জীবনে বিশেষ গুরুত্বপূর্ণ সোনা (Gold Price)। তাই হলুদ ধাতুর উর্দ্ধমুখী দাম দেখে স্বস্তি নেই মধ্যবিত্তের। সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে, তেমনই সস্তা হলে চিন্তা কমে। আজ ৪ জানুয়ারি সোনার দাম কমেছে কিছুটা। যার ফলে মুখে হাসি ফুটেছে মধ্যবিত্তের।
রেটচার্ট (Gold Price)
রবিবার সোনার দর কিছুটা কমেছে। আজ কলকাতায় ১ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম হয়েছে ১২৮৩০ টাকা। প্রতি গ্রামে দাম কমেছে ২৫ টাকা। ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম হয়েছে ১২৮৩০০ টাকা। গতকালের তুলনায় দাম কমেছে ২৫০ টাকা।
একইসাথে ২৪ ক্যারাট সোনার দামও কমল এদিন। এদিন এক গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম হয়েছে ১৩৫০০ টাকা। কলকাতায় প্রতি গ্রামে দাম কমেছে ২৫ টাকা। আর ২৪ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম হয়েছে ১৩৫০০ টাকা। একদিনে দাম ২৫০ টাকা কমেছে।
উল্লেখ্য, সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের (Karat) উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত ২৪ ক্যারেটের সোনায় অন্য কোনও ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বেশি থাকে। আর ২২ ক্যারেটের দাম কিছুটা কম থাকে।

আরও পড়ুন: ধারণার চেয়েও বেশি অপেক্ষা! অষ্টম পে কমিশন নিয়ে সরকারি কর্মচারীরাদের জন্য খারাপ খবর?
রুপোর দাম
দু’লক্ষ টাকার গন্ডি ছাড়িয়ে তিন লক্ষের দিকে যাচ্ছে রুপো। তবে আজ রবিবার স্বস্তি মিলেছে রুপোলি ধাতুর দরে। দাম কিছুটা কমেছে। ১০০ গ্রাম রুপোর দাম হয়েছে ২৩৩৭০ টাকা। একদিনে দাম কমেছে ৩৪০ টাকা। আর ১ কেজি রুপোর দাম এদিন হয়েছে ২৩৩৭০০ টাকা। কেজিতে দাম কমেছে ৩৪০০ টাকা।












