বাংলা হান্ট ডেস্ক: সোনার দাম (Gold Price) পরিবর্তনশীল। তার ওপরে উৎসবের মরশুমের আগে সোনার দাম বেড়ে যাওয়ায় মাথায় হাত পড়েছে মধ্যবিত্তের। এমনকি বর্তমানে ২২ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম পৌঁছেছে ১ লাখ টাকার কাছাকাছি। সোনার বাজারে এই দাম এক নতুন মাইলফলক সৃষ্টি করেছে। অতএব উৎসবের মৌরশুমের আগে সোনার দাম বৃদ্ধি পাওয়া চাপে পড়েছে ক্রেতা থেকে বিক্রেতা সকলে। এক নজরে দেখে নিন আজকের সোনার দাম।
সেপ্টেম্বরের প্রথম দিনে বাজারে হলুদ ধাতুর দর কত জানেন? (Gold Price)
১ সেপ্টেম্বর সোনার বাজারে লক্ষ্য করার মতন দাম বৃদ্ধি পেয়েছে হলুদ ধাতুর। দেশীয় ফিউচার বাজার এসো না ও রুপোর দাম নতুনভাবে রেকর্ড উচ্চতায় পৌঁছালো। আজ ২২ ক্যারেট (Karat) সোনার প্রতি ১০ গ্রামের দাম পৌঁছেছে প্রায় ১ লক্ষ টাকার কাছাকাছি। আর এটি সোনার বাজারে এক নতুন মাইল ফলক সৃষ্টি করেছে (Gold Price)।
এছাড়াও, আজ ১০ গ্রাম সোনার দাম পড়ছে ১০৫৯৩৭ টাকা। রুপোর দাম প্রতি কেজিতে পড়ছে ১২৪২১৪ টাকা। আজ এটি প্রায় দু শতাংশ বৃদ্ধি পেয়েছে। এছাড়াও আজকে কলকাতায় সোনার দাম প্রতি ২৪ ক্যারেট হলুদ ধাতুর দাম পড়ছে ১০,৫৮৮ টাকা। প্রতি গ্রাম ২২ ক্যারেট সোনার দাম পড়ছে ৯৭০৫ টাকা। ও প্রতি ১৮ ক্যারেট সোনার দাম পড়ছে ৭৯৪১। এছাড়াও আজকে বাজারে প্রতি কেজি রুপোর দাম পড়ছে ১,২৬০০০ টাকা। গত সপ্তাহের তুলনায় আজকে কিছুটা রুপোর দাম বেড়েছে।
আরও পড়ুন: মাথায় হাত মধ্যবিত্তের, হু হু করে বাড়ছে ইলিশের ডিমের দাম, কেজি ৪২০০ টাকায় বিক্রি
ভারতের যে কোন অনুষ্ঠানে সোনা কেনার প্রচলন আছে। এছাড়াও, সোনার দাম সবসময় ওঠা নামা করে। সূত্রের খবর, মধ্যপ্রাচ্য উত্তেজনার আবহের কারণে সোনার দামের (Gold Price) ওঠা পড়া লেগেই রয়েছে। এমনকি ট্রাম্পের ট্যারিফ যুদ্ধ ও একাধিক কারণের জন্য সোনার দামের ওপর প্রভাব পড়ছে।
এছাড়াও, সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত এই ২৪ ক্যারেটের সোনার অন্য কোন ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বাড়ার বেশি থাকে। অপরদিকে, সোনার ক্যারেট যত কম হবে তাতে বেশি পরিমাণে খাদ মেশানো থাকে। যার ফলে গয়নাটি সম্পূর্ণ খাঁটি হয় না। এমনকি, সোনার সঙ্গে অন্য কোন ধাতু মেশানো থাকলে সোনার (Gold) রঙ বদলে যায়।