সোনার দাম কে ঠিক করে জানেন? প্রতি সকালে কীভাবে নির্ধারিত হয় আপনার শহরের স্বর্ণমূল্য

Published on:

Published on:

Gold Price do you know who decides the price of gold every day

বাংলা হান্ট ডেস্ক: সঞ্চয় হোক কিংবা অলংকার বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ জিনিস সোনা। তাই কেনার ইচ্ছা না থাকলেও, সোনার দাম (Gold Price) বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে সাধারণ মানুষদের, তেমনি দাম কমলে খুশিতে ভরে ওঠে মন। তবে অনেক সময় মনে প্রশ্ন আসতেই পারে এই সোনার দাম কারা অথবা কে নির্বাচন করেন। আজকের প্রতিবেদনে সেই তথ্য জানানো হল।

প্রতিদিন সোনার দাম কে ঠিক করে জানেন? (Gold Price)

সোনা কেনার ক্ষেত্রে জুয়েলারিতে হলমার্কের চিহ্ন, হলমার্কিং এর বছর ও ক্যারেট এবং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডর্ডস (BIS)এর স্ট্যাম্প উল্লেখ থাকে। এই ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডর্ডস হল এমন একটি সার্টিফিকেট যা নিশ্চিত করে গয়নাটি ব্যুরো কর্তৃক নির্ধারিত মান অনুযায়ী তৈরি হয়েছে কিনা।

Gold Price do you know who decides the price of gold every day

আরও পড়ুন: নতুন আপডেটে WhatsApp ব্যবহার আরও সহজ, এবার থেকে ঘড়িতেই খুলবে পুরো চ্যাট লিস্ট

তবে প্রতিদিন সকাল হলেই খবরের কাগজে অথবা অন লাইনে আপনি অথবা আমি। কিন্তু জানেন কি এই সোনার দাম (Gold Price) কে বা কারা নির্ধারণ করেন জানেন।

সোনার দাম লন্ডন বুলিয়ান মার্কেটে তারা নির্ধারিত হয়। এই সংস্থাটি প্রতিদিন দুবার গোল্ড ফিক্সিং এর মাধ্যমে আন্তর্জাতিক সোনার দাম নির্ধারণ করে। এছাড়াও সোনার দাম ডলারে নির্ধারিত হয়।

কারণ যখন ডলারের দাম বাড়ে তখন সোনা সস্তা হয়। পাশাপাশি যখন ডলারের দাম পড়ে তখন সোনা দামি হয়ে ওঠে। এবার আপনি যদি বিনিয়োগকারী বেশি সোনা কেনেন তাহলে দাম বাড়ে ও বিক্রি বাড়লে দাম কমে।

এছাড়াও, RBI বা Federal Reserve এরা যখন সোনা কেনে বা বিক্রি করে তখন বাজারে বড় প্রভাব পড়ে। পাশাপাশি যুদ্ধ, মন্দ অথবা রাজনৈতিক উত্তেজনার সময় ও মানুষ নিরাপদ বিনিয়োগের জন্য সোনা কেনে যার ফলে সেই সময় সোনার দাম (Gold Price) বেড়ে যায়।